উত্তরাখণ্ডের পাশের রাজ্য দিল্লির হয়ে ক্রিকেট খেলেন পন্থ। —ফাইল চিত্র
নতুন দায়িত্ব পেলেন ঋষভ পন্থ। উত্তরাখণ্ড রাজ্যের প্রচার-মুখ (ব্র্যান্ড অ্যাম্বাসাডার) করা হল তাঁকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ঢামি এই ঘোষণা করেন।
উত্তরাখণ্ডের পাশের রাজ্য দিল্লির হয়ে ক্রিকেট খেলেন পন্থ। কিন্তু তাঁর জন্ম উত্তরাখণ্ডেই। মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রচার-মুখ হওয়ার দায়িত্ব পেলেন। পন্থ ধন্যবাদ জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। পন্থ টুইটে লেখেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পুষ্করজি। এই বিশাল দায়িত্ব পেয়ে ভাল লাগছে। তরুণদের বলতে চাই, নিজের উপর বিশ্বাস থাকলে সব কিছু অর্জন করা সম্ভব। তার জন্য পরিশ্রম করতে হবে।’
এই বছর ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বও পেয়েছিলেন পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ভারতকে নেতৃত্ব দেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলেরও অধিনায়ক পন্থ। ভারতীয় দলে সব ধরনের ক্রিকেটে উইকেটরক্ষক হিসাবে এখন তিনিই প্রথম পছন্দ। সেই পন্থের কাঁধেই এ বার রাজ্যের দায়িত্ব।