ICC World Cup 2023

বিশ্বকাপের মাঝেই বাজল অন্য আইপিএলের ঢাক, কোন দলে কে খেলবেন ঠিক হয়ে গেল এখনই

দিল্লি ক্যাপিটালস দলে ২০ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলার এক জন। ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে রেখে দিয়েছে দিল্লি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:৪৯
Share:

বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

মেয়েদের আইপিএলের দলগুলি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, সেই তালিকা জানিয়ে দিল। গুজরাত জায়ান্টস অবশ্য ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। এই বছর থেকে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। ছেলেদের আইপিএলের মতোই মহিলা ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া লিগের দ্বিতীয় বছরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই হবে নিলাম।

Advertisement

দিল্লি ক্যাপিটালস দলে ২০ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বাংলার তিতাস সাধুও। ১৫ জন ভারতীয় এবং পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে রেখে দিয়েছে দিল্লি। কিন্তু গুজরাত ছেড়ে দিয়েছে জর্জিয়া ওয়ারহাম, অ্যানাবেল সাদারল্যান্ড, কিম গার্থ এবং সোফিয়া ডাঙ্কলের মতো বিদেশি ক্রিকেটারকে। তবে চোট পেয়ে ছিটকে যাওয়া বেথ মুনির বদলে দলে আসা লরা ওলভারদতকে রেখে দিয়েছে গুজরাত।

গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স মাত্র চার জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় কেউই ম্যাচ খেলার সুযোগ পাননি। মুম্বইয়ের হাতে মাত্র ২ কোটি ১০ লক্ষ টাকা আছে। সেই টাকা দিয়ে পাঁচ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার নম্বরে শেষ করেছিল। তারা মেগান স্কুটকে ছেড়ে দিয়েছে। তিনি সাত ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন। তাদের হাতে রয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা।

Advertisement

ইউপি ওয়ারিয়ার্সের হাতে রইল ৪ কোটি টাকা। গত নিলামে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কেনা দেবিকা বৈদ্যকে ছেড়ে দিয়েছে তারা। ইউপি পাঁচ জন ক্রিকেটারকে কিনতে পারবে এ বারের নিলামে। দিল্লি নিতে পারবে তিন ক্রিকেটারকে। তাদের হাতে ২ কোটি ২৫ লক্ষ টাকা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement