(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, বিরাট কোহলি ও যশপ্রীত বুমরা। —ফাইল চিত্র।
আরও পিছিয়ে পড়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। অ্যাডিলেডে রান না পাওয়ায় আইসিসি ক্রমতালিকায় আরও নেমেছেন তাঁরা। ভারতের মুখরক্ষা করে চলেছেন যশপ্রীত বুমরা। নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।
বুধবার প্রকাশিত ব্যাটারদের নতুন ক্রমতালিকায় দেখা যাচ্ছে, কোহলি নেমেছেন ছ’ধাপ। ১৪ থেকে ২০তে চলে গিয়েছেন তিনি। পার্থে শতরান করলেও অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে মোট ১৮ রান করেছেন কোহলি। ফলে পতন হয়েছে তাঁর। রোহিত পার্থে খেলেননি। অ্যাডিলেডে ওপেনিং ছেড়ে মিডল অ্ডারে নেমেছিলেন। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ রান করেছেন তিনি। ফলে ২৬ থেকে পাঁচ ধাপ নেমে এখন ৩১ নম্বরে ভারত অধিনায়ক।
ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠেছেন হ্যারি ব্রুক। কেরিয়ারে প্রথম বার শীর্ষে তিনি। সতীর্থ জো রুটকে টপকেছেন ব্রুক। রুট এখনও দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতের যশস্বী জয়সওয়াল। পাঁচে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। প্রথম একাদশে ভারতের আর এক জন ব্যাটার রয়েছেন। তিন ধাপ নামলেও ন’নম্বরে রয়েছেন ঋষভ পন্থ।
ভারতের মুখরক্ষা করেছেন বুমরা। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন তিনি। অ্যাডিলেডে ৪ উইকেট নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। ছয় নম্বরে রয়েছেন আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাডেজা। তৃতীয় স্থানে রয়েছেন অশ্বিন। নবম স্থানে রয়েছেন ভারতের আর এক স্পিনার-অলরাউন্ডার অক্ষর পটেল।