—প্রতীকী চিত্র।
দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারেন বাংলার শাসকদলের এক সাংসদ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজ়াদ ডিডিসিএ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জানিয়েছেন, নির্বাচিত হলে ক্লাব ক্রিকেটের উন্নতি করার চেষ্টা করবেন।
আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর ডিডিসিএর নির্বাচন। আধিকারিকদের পাঁচটি পদ এবং ডিরেক্টরদের সাতটি পদে নির্বাচন হবে। ফলাফল প্রকাশ হবে ১৬ ডিসেম্বর। এই নির্বাচনে ডিডিসিএ সভাপতি পদের জন্য আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন আজ়াদ। নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, দায়িত্বে এলে দিল্লির ক্রিকেটের উন্নতির স্বার্থে শহরের ন’টি জায়গায় অ্যাকাডেমি তৈরি করাবেন।
২০২১ সালে ডিডিসিএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন রোহন জেটলি। তিনি ১৬৫৮টি ভোট পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে বিকাশ সিংহ পেয়েছিলেন ৬৬২টি ভোট। এ বারও রোহনের বিরুদ্ধে লড়াই করতে হবে আজ়াদকে। লড়াই কঠিন হলেও পিছিয়ে যেতে রাজি নন দিল্লির প্রাক্তন বিধায়ক।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আজ়াদ বলেছেন, ‘‘১৪ নভেম্বর মনোনয়ন জমা দিতে পারতাম। কিন্তু কিছু জরুরি কাজের জন্য আমার সংসদীয় কেন্দ্রে যেতে হবে। তাই ১৯ তারিখ মনোনয়ন জমা দেব।’’ তিনি আরও বলেছেন, ‘‘ক্লাব ক্রিকেটের উন্নতিই আমার প্রধান লক্ষ্য থাকবে। দিল্লি থেকে এখন আর তেমন প্রতিভা উঠে আসছে না। বিভিন্ন রাজ্য থেকে পড়াশোনা করতে আসা ক্রিকেটারেরা দিল্লির হয়ে খেলে এখন। আমাদের সময় দিল্লি থেকে অসংখ্য প্রতিভাবান ক্রিকেটার উঠে আসত। আবার সেই পরিবেশ ফেরাতে হবে।’’