India vs Zimbabwe

তরুণ ক্রিকেটারেরা কি তৈরি? জ়িম্বাবোয়ের কাছে লজ্জার হারের পরও আশাবাদী বিষ্ণোই

জ়িম্বাবোয়ের কাছে প্রথম ম্যাচে হার প্রশ্ন তুলে দিয়েছে। কোহলি, রোহিতদের পরের প্রজন্ম কি প্রস্তুত আন্তর্জাতিক ক্রিকেটের জন্য? বিষ্ণোইয়ের আশ্বাস, নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবেন।।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৪ ১৩:৪৪
Share:

রবি বিষ্ণোই। —ফাইল চিত্র।

জ়িম্বাবোয়ের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপ্রত্যাশিত ভাবে হেরে গিয়েছেন শুভমন গিলেরা। হারারের ২২ গজে ১১৬ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। বিশ্বকাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ভারতীয় দলের এমন লজ্জার হারে প্রশ্ন উঠেছে। তবে কি বিরাট কোহলি, রোহিত শর্মাদের পরের প্রজন্ম তৈরি নয়? শনিবার ১৩ রানে ৪ উইকেট নেওয়া রবি বিষ্ণোই আশাবাদী। তাঁর দাবি, তরুণ ক্রিকেটারেরা কোহলি-রোহিতদের তৈরি ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন।

Advertisement

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় এক সময় শীর্ষে ছিলেন বিষ্ণোই। আইপিএলে ভাল ফর্মে না থাকায় বিশ্বকাপের দলে সুযোগ পাননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচেই তাঁকে আবার চেনা ফর্মে দেখা গিয়েছে। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বিষ্ণোইয়ের আশ্বাস, ‘‘সিনিয়র ক্রিকেটারেরা আমাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব দেশের পতাকাকে উঁচুতে তুলে ধরার। সিনিয়রদের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে।’’

বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি, রোহিত এবং রবীন্দ্র জাডেজা। স্বাভাবিক, জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটারের জায়গায় আসবেন জুনিয়রেরা। শনিবার শুভমনের দলের পারফরম্যান্স যদিও ক্রিকেটপ্রেমীদের হতাশই করেছে। বিষ্ণোই বলেছেন, ‘‘এটা বিপর্যয়। আমরা একটাও জুটি তৈরি করতে পারিনি। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। দু’তিনটে ২০-৩০ রানের জুটি তৈরি হলেও অন্য রকম ফলাফল হত।’’ শনিবারের ম্যাচে ভারতের বোলারেরা প্রতিপক্ষকে কম রানে আটকে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ব্যাটারেরা। রিয়ান পরাগ, রিঙ্কু সিংহেরা অবিবেচকের মতো শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়েছেন। অধিনায়ক শুভমন ছাড়া কারও মধ্যে উইকেটে থাকার মানসিকতা দেখা যায়নি।

Advertisement

সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ রবিবার। ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে মাঠে নামবে ভারতের তরুণ দল। শুভমনদের লক্ষ্য দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরানো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement