রঞ্জি ট্রফির নক-আউট পর্বের সূচি ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ঝাড়খণ্ডের সঙ্গে। বেঙ্গালুরুতে এই ম্যাচ ৪ জুন থেকে ৮জুন।
রঞ্জি ট্রফি ফাইল চিত্র
রঞ্জি ট্রফির নক-আউট পর্বের সূচি ঠিক করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বাংলাকে কোয়ার্টার ফাইনাল খেলতে হবে ঝাড়খণ্ডের সঙ্গে। বেঙ্গালুরুতে এই ম্যাচ ৪ জুন থেকে ৮জুন।
চারটি কোয়ার্টার ফাইনালই ৪ জুন থেকে হবে বেঙ্গালুরুতে। সেমিফাইনাল, ফাইনালও হবে বেঙ্গালুরুতে। অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি মুম্বই-উত্তরাখণ্ড, কর্নাটক-উত্তরপ্রদেশ, পঞ্জাব-মধ্যপ্রদেশ। দু’টি সেমিফাইনাল ১২ জুন থেকে ১৬ জুন। ফাইনাল ২০ জুন থেকে ২৪ জুন।
বাংলা সেমিফাইনালে উঠলে খেলতে হবে পঞ্জাব-মধ্যপ্রদেশ ম্যাচের বিজয়ীর সঙ্গে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
বাংলা-সহ সব দলগুলিই বেঙ্গালুরুতে পৌঁছবে ১ জুন। প্রত্যেককে তার ৪৮ ঘণ্টা আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। তার ফল নেগেটিভ হলে তবেই ক্রিকেটাররা বেঙ্গালুরু যেতে পারবেন। বাধ্যতামূলক নিভৃতবাস না থাকলেও দলগুলিকে জৈবদুর্গে থাকতে হবে। পরের দু’দিন, অর্থাৎ ২ ও ৩ জুন অনুশীলনের সুযোগ পাবে আটটি দল।