Ranji Trophy

Ranji Trophy 2022: ব্যর্থ পৃথ্বী, রঞ্জি সেমিফাইনালের প্রথম দিনে মুম্বইয়ের যশ ধরে রাখলেন যশস্বী

দ্বিতীয় দিন বড় রান করার জন্য মুম্বই তাকিয়ে থাকবে হার্দিক এবং শামস মুলানির দিকে। হার্দিক অপরাজিত ৫১ রানে। মুলানি অপরাজিত রয়েছেন ১০ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ১৯:৫১
Share:

—ফাইল চিত্র

টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছিল উত্তরপ্রদেশ। শুরুতেই পৃথ্বী শ-কে তুলে নিয়ে শুরুটা ভালই করেছিলেন রিঙ্কু সিংহরা। শিবম মাভি ফিরিয়ে দেন তিন নম্বরে নামা আরমান জাফরকেও। দিনের শেষে যদিও ২৬০ রান তুলে ভাল জায়গায় মুম্বই। শতরান করেন যশস্বী জয়সবাল।

Advertisement

মুম্বইয়ের ৮৭ রানের মধ্যে তিন উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে শক্ত জমি দেন যশস্বী এবং সরফরাজ খান। ২২৭ বলে ১০০ রান করেন যশস্বী। ১৫টি চার মারেন তিনি। ১০০ রান করেই করণ শর্মার বলে আউট হন যশস্বী। গত ম্যাচে ২৫২ রান করা সুভেদ পারকার করেন ৩২ রান। সরফরাজ করেন ৪০ রান। ছয় উইকেট হারিয়েছে মুম্বই। দু’টি করে উইকেট নেন যশ দয়াল এবং করণ। একটি উইকেট নেন মাভি।

দ্বিতীয় দিন বড় রান করার জন্য মুম্বই তাকিয়ে থাকবে হার্দিক তামোরে এবং শামস মুলানির দিকে। হার্দিক অপরাজিত ৫১ রানে। মুলানি অপরাজিত রয়েছেন ১০ রানে। প্রিয়ম গর্গদের উত্তরপ্রদেশের উপর চাপ বাড়াতে বড় রান তুলতে চাইবে মুম্বই।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement