—ফাইল চিত্র
টস হেরে বল করতে হচ্ছে বাংলাকে। তাতেই বিপদ হল বলে মনে করছেন কোচ অরুণ লাল। রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশ প্রথম দিনের শেষে ২৭১ রান তুলে ফেলেছে ৬ উইকেট হারিয়ে। অরুণ লালের প্রশংসা পেলেন বিপক্ষের তরুণ ব্যাটার অক্ষত রঘুবংশী।
শুরুতে ৯৭ রানে চার উইকেট তুলে নেয় বাংলা। সেখান থেকে পাল্টা মারের খেলায় নামেন অক্ষত। বাংলার দুই স্পিনারকে মেরে দ্রুত রান তুলে নেন তিনি। অরুণ বললেন, “টস হেরে ক্ষতি হল। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট। ছেলেরা ভাল বল করেছে। ৯৭ রানে চার উইকেট তুলে নিয়েছিল। এর পরেই অক্ষত নেমে দারুণ ব্যাট করল। ওর সাহসী ইনিংস ম্যাচটাই খুলে দিল। শেষ সেশনে আমরা দু’টি উইকেট পেয়েছি। তাতেই ম্যাচে ফিরে এসেছি আমরা। বুধবার আরও ৫০ রানের মধ্যে ওদের ফিরিয়ে দিতে পারলে আমরা ম্যাচে এগিয়ে যাব।”
বাংলা শিবির আগেই জানিয়েছিল এক পেসারকে বসানো হবে। মঙ্গলবার প্রথম একাদশে স্পিনার প্রদীপ্ত প্রামাণিককে নেওয়া হয়। বাদ যান ঈশান পোড়েল। অরুণ লাল বলেন, “আমাদের এক জন স্পিনার দরকার ছিল প্রথম একাদশে। সায়নশেখর মণ্ডল গত ম্যাচে ভাল খেলেছিল। ও রানও করেছিল। সেই কারণে ওকে রেখেই দল গড়া হয়।”
আলুরে প্রথম দিনেই উঠেছে ২৭১ রান। পিচে ভাল রান উঠবে বলেই মনে করছেন বাংলার কোচ। তিনি বলেন, “ব্যাটিং উইকেট। এখানে বল করাই কঠিন। ব্যাটারকে আউট করার জন্য স্পেশাল বল প্রয়োজন। আমাদের পেসাররা খুব ভাল বল করেছে। স্পিনারদের জন্য খুব সাধারণ দিন গিয়েছে। আশা করি বুধবার খুব তাড়াতাড়ি ওদের ফিরিয়ে দিতে পারব।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।