১০০ শতাংশ দর্শক মাঠে থাকবে বলে মনে করা হচ্ছে। —ফাইল চিত্র
মহেন্দ্র সিংহ ধোনির শহরে মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড। স্বাগত জানাতে কতটা তৈরি রাঁচী? ঝাড়খণ্ড সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দুটো টিকা নেওয়া থাকলে মাঠে ঢুকতে পারবে দর্শক। ১০০ শতাংশ দর্শক মাঠে থাকবে বলে মনে করা হচ্ছে।
ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সম্পাদক সঞ্জয় সহায় বলেন, “রাজ্য সরকার মাঠে ১০০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দিয়েছে। ভর্তি মাঠেই খেলা দেখার সুযোগ পাবেন দর্শকরা। ভারতে যা অনেকদিন পর হতে চলেছে। গ্যালারিতে খাবারও পাওয়া যাবে।”
দ্বিতীয় ম্যাচে চিন্তার কারণ হতে পারে শিশির। পিচ প্রস্তুতকারক শ্যাম বাহাদুর সিংহ বলেন, “সাড়ে সাতটার পর থেকেই প্রচণ্ড শিশির পড়তে পারে। ম্যাচে যাতে এর কোনও প্রভাব না পড়ে সেই দিকে নজর দেওয়া হবে।”
ব্যাটিং উইকেটই হবে বলে মনে করছেন শ্যাম। তিনি বলেন, “খেলা জন্য দারুণ উইকেট হবে। টি২০ বিনোদনের খেলা। যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা বাউন্ডারি দেখতে চাইবেন, এটা টেস্ট বা রঞ্জি ম্যাচ নয়।”
শুক্রবার যে পিচে খেলা হবে, এর আগে জুলাই মাসে সেই পিচে খেলা হয়েছিল।