Samit Dravid

দলে নিয়েও ছেড়ে দেওয়া হল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতকে, বোর্ডের সিদ্ধান্তে শুরু জল্পনা

কিছু দিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে। আচমকাই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনও কারণও জানানো হয়নি। দ্রাবিড়-পুত্রের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৮
Share:

সমিত দ্রাবিড়। — ফাইল চিত্র।

কিছু দিন আগেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে। আচমকাই তাঁকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কোনও কারণও জানানো হয়নি। দ্রাবিড়-পুত্রের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Advertisement

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারত অনূর্ধ্ব-১৯ দল এক দিনের সিরিজ়‌ খেলছে। শুরু থেকেই সমিতকে দেখার আশা করেছিলেন সমর্থকেরা। তা হয়নি। দু’টি ম্যাচের কোনওটিতেই সমিত সুযোগ পাননি।

ভারতের দলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে সমিত দলেই নেই। তাঁর জায়গায় নেওয়া হয়েছে রোহিত রাজাওয়াতকে। তিনি শুধু টেস্ট দলে থাকলেও এখন সাদা বলের দলেও জায়গা পেয়েছেন।

Advertisement

মহারাজা কাপ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বল করেননি সমিত। তাঁর কোনও চোট রয়েছে না কি ফিটনেসের অভাব তা স্পষ্ট করে বলা হয়নি। বোর্ডও নিরুত্তর। সরকারি ভাবে কোনও জবাব দেননি কেউ। ফলে সমিতের না খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি ব্যাট এবং বল দুটোই করতে পারেন। কেন তাঁর মতো অলরাউন্ডারকে দলে নিয়েও বাদ দেওয়া হল তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেও সমিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না। ২০২৫ সালে তাঁর ২০ বছর বয়স হয়ে যাবে। ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে ২১। ফলে কোনও ভাবেই সেই প্রতিযোগিতায় খেলা হবে না তাঁর। এখনও কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়নি সমিতের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement