লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুল। আইপিএলে খেলতে পারেননি শ্রেয়স। রাহুলের চোট লাগে আইপিএল খেলতে গিয়েই। তাঁরা এশিয়া কাপে ফিরতে পারেন বলে আভাস দিলেন রাহুল দ্রাবিড়।
রাহুল এবং শ্রেয়স ছাড়াও চোট ছিল যশপ্রীত বুমরার। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরছেন। অধিনায়ক করা হয়েছে তাঁকে। ১৮ অগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ়। এশিয়া কাপের দলেও রাখা হতে পারে তাঁকে। দ্রাবিড় বলেন, “চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের। ২৩ অগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প হবে এশিয়া কাপের আগে। সেই সময় চোট থেকে ফেরা ক্রিকেটারদের দেখে নেওয়া হবে।”
দ্রাবিড়ের আগে বিরাট জানিয়েছিলেন যে, এশিয়া কাপের প্রস্তুতি ২৩ অগস্ট থেকে শুরু হবে। মুম্বই বিমানবন্দর থেকে বার হওয়ার সময় এক ভক্ত কোহলির কাছে যান। তাঁর কাছে নিজস্বীর আবদার করেন। তাঁকে কোহলি বলেন, ‘‘২৩ তারিখ জাতীয় শিবিরের জন্য বেঙ্গালুরু যাব। তখন ছবি তুলব।’’ সে কথা শুনে সেই ভক্ত রাজি হয়ে যান। কোহলির কথা থেকে পরিষ্কার, ২৩ অগস্ট বেঙ্গালুরুতে যাচ্ছেন তিনি। সেখানে এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে যোগ দেবেন ক্রিকেটারেরা। সেখান থেকেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবেন তাঁরা। ২ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের প্রথম খেলা। প্রতিপক্ষ পাকিস্তান।