BGT 2024-25

সিরিজ় বাঁচাতে শেষ টেস্ট জিততেই হবে ভারতকে, সিডনিতে রোহিতদের দলে একাধিক বদল?

সিডনিতেও কি প্রথম একাদশের বাইরেই থাকতে হবে শুভমনকে? স্পিন সহায়ক পিচে কী কী বদল হতে পারে ভারতীয় দলে? রইল ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৮:৫৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

মেলবোর্নে ওপেনিংয়ে ফেরেন রোহিত শর্মা। যে কারণে বাদ পড়েন শুভমন গিল। সিডনিতেও কি প্রথম একাদশের বাইরেই থাকতে হবে তাঁকে? স্পিন সহায়ক পিচে কী কী বদল হতে পারে ভারতীয় দলে? রইল ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

Advertisement

রোহিত শর্মা: গত টেস্টে ওপেনিংয়ে ফিরেছেন রোহিত। সিডনিতেও তিনিই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। মিডল অর্ডারে একেবারেই রান পাননি তিনি। দলে থাকতে হলে রোহিতকে রান করতেই হবে। তাই ওপেনার হিসাবেই নিজেকে প্রমাণ করতে চাইবেন তিনি। অধিনায়ক এবং ব্যাটার দুই দায়িত্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে রোহিতকে।

যশস্বী জয়সওয়াল: অস্ট্রেলিয়া সিরিজ়ে ধারাবাহিক ভাবে রান করছেন তরুণ ওপেনার। কিন্তু মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ভুল শট খেলে আউট হয়েছেন। যে ভুল আর করতে চাইবেন না যশস্বী। রোহিতের সঙ্গে ওপেন করতে নামবেন তিনিই।

Advertisement

শুভমন গিল: তিন নম্বরে ফিরতে পারেন শুভমন। মেলবোর্ন টেস্টে বাদ পড়েছিলেন। তবে রোহিত সেটাকে বাদ বলতে রাজি নন। কারণ তিনি ওপেন করবেন বলে লোকেশ রাহুলকে তিন নম্বরে খেলানো হয়েছে। তাই শুভমনকে প্রথম একাদশের বাইরে রাখা হয়। সিডনিতে তাঁকে ফেরানো হতে পারে। ভারতীয় দলের ব্যাটারদের ব্যর্থতার সময়ে ভরসা হতে পারেন শুভমন।

বিরাট কোহলি: প্রথম টেস্টে শতরানের পর থেকে আর রান নেই কোহলি ব্যাটে। সিডনিতে তবুও চার নম্বরে ব্যাট করবেন তিনিই। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বার বার আউট হওয়া কোহলি সেই রোগ সারিয়ে ফেলতে চাইবেন। সিডনিতে শতরান করে সফরে শেষ করতে চাইবেন তিনি নিজেও।

লোকেশ রাহুল: ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার রাহুল। প্রথম তিনটি ম্যাচে ওপেন করেন তিনি। কিন্তু রোহিতকে জায়গা করে দেওয়ার জন্য তিন নম্বরে নামতে হয় তাঁকে। সেখানে সে ভাবে সফল হতে পারেননি। শেষ টেস্টে হয়তো তাঁকে মিডল অর্ডারে নামিয়ে আনা হবে। না হলে শুভমনকে ফিরিয়ে আনা মুশকিল।

ঋষভ পন্থ: মেলবোর্নে হারের জন্য অনেকেই দায়ী করছেন পন্থকে। পরিস্থিতি না বুঝে খেলতে গিয়েই আউট হন তিনি। যা নিয়ে বিরক্ত দল। কিন্তু তার পরেও পন্থকে বাদ দেওয়া মুশকিল। কারণ তিনি মিডল অর্ডারে খেলে দিলে অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবে দল।

নীতীশ কুমার রেড্ডি: মেলবোর্নে শতরান করে সমর্থকদের মন জয় করে নিয়েছেন নীতীশ। প্রথম টেস্ট থেকে রান করছেন তিনি। সিডনিতে স্পিন সহায়ক উইকেট হলেও পেসার-অলরাউন্ডার নীতীশকে বসানো হবে না। ব্যাটার হিসাবে হলেও খেলবেন তিনি।

রবীন্দ্র জাডেজা: সিডনির পিচ বরাবর স্পিন সহায়ক। তাই দু’জন স্পিনার নিয়েই খেলতে পারে দল। জাডেজাকে তাই খেলানো হবে। তিনি দলে থাকা মানে ব্যাটিংয়েও ভরসা দেবেন।

ওয়াশিংটন সুন্দর: খেলতে পারেন ওয়াশিংটনও। দ্বিতীয় স্পিনার হতে পারেন তিনি। জাডেজার সঙ্গে জুটি বেঁধে মেলবোর্নে খেলেছিলেন। কিন্তু তেমন ভাবে তাঁকে বল করানো হয়নি। সিডনিতে যদিও বল হাতেও দায়িত্ব নিতে হবে ওয়াশিংটনকে।

জসপ্রীত বুমরাহ: দলের সবচেয়ে ধারাবাহিক বোলার। অভিজ্ঞ পেসারের দাপটেই বার বার ম্যাচে ফিরেছে দল। ইতিমধ্যেই ৩০টি উইকেট নিয়েছেন এ বারের বর্ডার-গাওস্কর ট্রফিতে। স্পিন সহায়ক পিচ হলেও ভারতের প্রধান বোলার থাকবেন বুমরাহই।

মহম্মদ সিরাজ: নতুন বলে বুমরাহের সঙ্গে জুটি বাঁধবেন সিরাজ। আকাশ দীপ ভাল বল করলেও সে ভাবে উইকেট পাচ্ছেন না। সিডনিতে দু’জন পেসার নিয়ে খেলতে পারে ভারত। তাই বুমরাহের সঙ্গে সিরাজ খেলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement