ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
জয়ী দলে সাধারণত বদল হয় না। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়েছে ভারত। তার পরেও দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশে বদল হতে পারে। অভিষেক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারের।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:
সঞ্জু স্যামসন— পর পর দু’টি টি-টোয়েন্টি ম্যাচে শতরান করেছেন। হ্যাটট্রিকের লক্ষ্যে নামবেন তিনি।
অভিষেক শর্মা— গত কয়েকটি ম্যাচে শান্ত রয়েছে ব্যাট। কিন্তু আরও একটি সুযোগ তিনি পাবেন। স্পিন করতে পারায় বাড়তি সুবিধা রয়েছে অভিষেকের।
সূর্যকুমার যাদব— দলের অধিনায়ক। রবিবারও তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে তাঁকে।
তিলক বর্মা— প্রথম ম্যাচে ভাল খেলেছেন। দলে নিজের জায়গা পাকা করার লক্ষ্যে নামবেন তিনি।
হার্দিক পাণ্ড্য— আগের ম্যাচে রান পাননি। উইকেটও পাননি। দ্বিতীয় ম্যাচে ভাল খেলতে চাইবেন হার্দিক।
রিঙ্কু সিংহ— দলের গুরুত্বপূর্ণ সদস্য। দ্বিতীয় ম্যাচেও ফিনিশারের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
রমনদীপ সিংহ— প্রথম ম্যাচে শেষ দিকে রান করতে পারেনি ভারত। এক জন ব্যাটার কম খেলিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে অক্ষর পটেলকে বসিয়ে কেকেআরের রমনদীপের অভিষেক হতে পারে। অভিষেক, রিঙ্কু স্পিন করতে পারেন। ফলে এই বিকল্প খেলাতে পারে ভারত।
আরশদীপ সিংহ— দলের প্রধান পেসার। টি-টোয়েন্টিতে নতুন ও পুরনো বলে তিনি বড় ভরসা।
রবি বিশ্নোই— প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। দ্বিতীয় ম্যাচেও তাঁর স্পিন ভারতের বড় অস্ত্র হতে পারে।
বরুণ চক্রবর্তী— বিশ্নোইয়ের পাশাপাশি তিনিও ৩ উইকেট নিয়েছেন প্রথম ম্যাচে। দ্বিতীয় ম্যাচে একই কাজ করতে চাইবেন তিনি।
আবেশ খান— আরশদীপের সঙ্গে ভারতের পেস আক্রমণ সামলাবেন আবেশ। তাঁকেও দেখা যাবে দ্বিতীয় ম্যাচে।