গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।
ভারতের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে সময় ভাল যাচ্ছে না গৌতম গম্ভীরের। পাঁচটি সিরিজ়ের মধ্যে দু’টি হেরেছেন তিনি। তার মধ্যে দেশের মাটিতে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ় চুনকাম হয়েছেন রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া সফরের আগে চাপে রয়েছেন গম্ভীর। অস্ট্রেলিয়ায় গিয়ে জিততে না পারলে চাকরি যেতে পারে ভারতের কোচের।
বর্ডার-গাওস্কর ট্রফি গম্ভীরের সবচেয়ে বড় পরীক্ষা। বোর্ড সূত্রে খবর, এই সিরিজ়ই শেষ সুযোগ তাঁর। অস্ট্রেলিয়ায় যদি ভারতীয় দল জিততে না পারে তা হলে সিরিজ় শেষে গম্ভীরের চাকরি যেতে পারে। হয়তো সাদা বলের ক্রিকেটে তিনিই কোচ থাকবেন। কিন্তু লাল বলের ক্রিকেট কোচের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে।
গম্ভীরকে লাল বলের কোচের পদ থেকে সরালে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হতে পারে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ তিনি। রাহুল দ্রাবিড়ের সময় থেকেই অনেক সিরিজ়ে দলের কোচ হয়েছেন লক্ষ্মণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলছে ভারত। সেখানেও কোচ লক্ষ্মণ। ফলে গম্ভীরকে সরালে আপাতত তাঁকে কোচ করা হতে পারে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করায় দ্রাবিড়ের পর ভারতীয় দলের কোচ করা হয়েছিল গম্ভীরকে। তাঁর দাবি মেনে সহকারী কোচদেরও নিয়োগ করা হয়েছে। দল নির্বাচনের বৈঠকেও জায়গা পেয়েছেন গম্ভীর। কিন্তু এক সুবিধার পরও ভাল ফল করতে পারছে না ভারত। তাই চাপে কোচ। অস্ট্রেলিয়ায় জিততে না পারলে চাপ আরও বাড়বে তাঁর।