ICC ODI World Cup 2023

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের ১৯ ঘণ্টা আগে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি, রবিবার কী পূর্বাভাস?

বিশ্বকাপ শুরু হওয়ার আগে বৃষ্টিতে ভারতের দু’টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছে। ফলে কোনও প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত শর্মারা। রবিবারও কি প্রভাব ফেলবে বৃষ্টি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ২০:৫৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। চেন্নাইয়ে দুপুর ২টো থেকে শুরু হবে খেলা। সেই ম্যাচের ১৯ ঘণ্টা আগে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হচ্ছে। খেলার আগের দিন সন্ধ্যায় বৃষ্টি আশঙ্কা বাড়িয়েছে ভারতীয় সমর্থকদের মনে। রবিবারও কি বৃষ্টি হবে খেলার সময়! কী বলছে আবহাওয়া দফতর?

Advertisement

গত কয়েক ঘণ্টায় আবহাওয়ার ছবিটা কিছুটা বদলে গিয়েছে। এর আগে পূর্বাভাস ছিল যে ম্যাচ চলাকালীন বৃষ্টি হবে না। কিন্তু আবহাওয়ার নতুন পূর্বাভাস, ম্যাচের দিন ২০ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান থাকবে ৭০ শতাংশ। ম্যাচের দিন বিকাল ও সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে। মাঠ কভারে ঢাকা রয়েছে। তার ফলে অনুশীলন করতে পারেনি দু’দল। ধারাভাষ্যকার হর্ষ ভোগলে জানিয়েছেন, মাঠের আউটফিল্ডে অনেক জায়গায় জল জমেছে। মাঠকর্মীরা সেই জল বার করার চেষ্টা করছেন। এত বৃষ্টি হওয়ায় পিচের চরিত্র কিছুটা বদলে যেতে পারে। তবে পিচের যাতে কোনও ক্ষতি না হয় সেই চেষ্টা করছেন মাঠকর্মীরা।

Advertisement

এ বারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে বৃষ্টিতে ভারতের দু’টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে গিয়েছে। ফলে কোনও প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপ খেলতে নামছেন রোহিত শর্মারা। ম্যাচের আগে রোহিত জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচ খেললে কিছুটা সুবিধা হত তাঁদের। কিন্তু প্রকৃতির উপর কারও হাত নেই। এখন দেখার রবিবারের ম্যাচেও বৃষ্টি প্রভাব ফেলতে পারে কিনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement