ICC ODI World Cup 2023

৪৯ বলে ১০২ রান! রেকর্ড বিশ্বকাপে, ১২ বছর আগে ভারতে তৈরি নজির ভাঙল ভারতের মাঠেই

ভারতের মাটিতেই বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। সেই রেকর্ড ভেঙে গেল ভারতের মাঠেই। ১২ বছর পরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ২০:১৭
Share:

বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র

২০১১ সালে ভারতের মাটিতে বিশ্বকাপে রেকর্ড গড়েছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। সেই রেকর্ড ভেঙে গেল ভারতের মাঠেই। ১২ বছর পরে। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করলেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম শতরান করলেন তিনি।

Advertisement

শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৪৯ বলে ১০২ রান করেছেন মার্করাম। ১৪টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। মিডল অর্ডারে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মার্করাম। তাঁর দাপটে দক্ষিণ আফ্রিকার রান ৪০০ পেরিয়ে যায়। ছক্কা মেরে শতরান করেন মার্করাম। শেষ পর্যন্ত ৫৪ বলে ১০৬ রান করে আউট হন তিনি। তবে তার আগে দক্ষিণ আফ্রিকাকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার।

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৫০ বলে শতরান করেছিলেন কেভিন। তাঁর ব্যাটে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছিল আয়ারল্যান্ড। এত দিন সেটাই ছিল বিশ্বকাপে দ্রুততম শতরান। সেই রেকর্ড ভাঙলেন মার্করাম।

Advertisement

বিশ্বকাপে দ্রুততম শতরানের তালিকায় প্রথম দশে ভারতের একমাত্র ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান করেছিলেন কপিল। সেই ম্যাচে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন ভারতের অধিনায়ক। কিন্তু সম্প্রচারকারী চ্যানেল বিবিসি স্ট্রাইক করায় সেই ম্যাচের কোনও ভিডিয়ো রেকর্ডিং নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement