শাকিব এবং তাঁর স্ত্রী। ফাইল ছবি।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক শাকিব আল হাসান বাংলাদেশের নানাবাড়িতে একটি ছোট মসজিদ তৈরি করেন। কিন্তু ইউক্রেনের রাজধানী কিভের একটি রেল স্টেশনের ছবি সম্পাদনা করে একটি প্রতিবেদনে সেটিকে শাকিবের তৈরি মসজিদ বলে দাবি করা হয়। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
৯০ লাখ টাকা খরচ করে শাকিব এবং তাঁর স্ত্রী মসজিদটি তৈরি করেছেন বলে দাবি করা হয় নেটমাধ্যমের এক প্রতিবেদনে। সঙ্গে মসজিদের ছবি হিসাবে দেওয়া হয় কিভের রেল স্টেশনের সম্পাদিত ছবি। এই রকম প্রতিবেদন দেখে অনেকেই খুশি হন। প্রতিবেদনে দাবি করা হয়, বিশাল মসজিদটি তৈরির সম্পূর্ণ খরচ শাকিব নিজেই দিয়েছেন। দ্রুত ছড়িয়ে পড়ে খবর। শাকিব এবং তাঁর স্ত্রীকে অনেকেই ধন্যবাদ, কৃতজ্ঞতা জানান।
কিন্তু দ্রুতই ভুল ভেঙেছে মানুষের। সত্য অনুসন্ধান করে জানা গিয়েছে, খবরটি আংশিক সত্য। শাকিবের তৈরি মসজিদ একদমই অন্য রকম দেখতে। সাধারণ দেখতে একটি এক তলা বাড়ির মতো। আর প্রতিবেদনে যে বাড়িটিকে শাকিবের তৈরি মসজিদ বলে দাবি করা হয়েছিল, সেটি আসলে কিভের দক্ষিণ রেল স্টেশন। প্রতিবেদনে ব্যবহার করা ছবিটি সম্পাদনা করে কিছুটা বদলেও দেওয়া হয়েছিল। বিদেশের রেল স্টেশনের ছবি এবং শাকিবের নাম জড়িয়ে কেন এমন প্রচার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ধর্মপ্রাণ মানুষ হিসাবেই পরিচিত। সেই শাকিবকে জড়িয়েই এমন প্রচারে ক্ষুব্ধ তাঁর ভক্ত, অনুরাগীরা।