India's National Anthem in Lahore

পাকিস্তানের মাঠে ভারতের জাতীয় সঙ্গীত বাজল কী করে? ক্ষুব্ধ পাক বোর্ড জানতে চাইল আইসিসি-র কাছে

নিরাপত্তার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। সেই পাকিস্তানের মাঠেই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। গোটা ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে তারা আইসিসি-কে চিঠি পাঠিয়ে জবাবদিহি চেয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬
Share:
cricket

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

নিরাপত্তার কারণে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। সেই পাকিস্তানের মাঠেই বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। শনিবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে তারা আইসিসি-কে চিঠি পাঠিয়ে জবাবদিহি চেয়েছে।

Advertisement

আইসিসির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচ শুরু হওয়ার আগে দু’দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তার আগে মাঠে নেমেছিলেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। প্রথমে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত হয়। তার পর অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা অপেক্ষা করছিলেন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য। তখনই চমক।

হঠাৎ করে বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তার পরে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তাৎপর্যপূর্ণ বিষয়, যে ইংরেজরা ২০০ বছর ভারত শাসন করেছে, তাদের জাতীয় সঙ্গীত বাজার পরেই ভারতের জাতীয় সঙ্গীত বেজে উঠল। তা-ও এমন একটি মাঠে, যেখানে ভারতের কোনও নাম-গন্ধ নেই।

Advertisement

এর পরেই পিসিবি-র তরফে চিঠি পাঠানো হয়েছে আইসিসি-কে। সংবাদ সংস্থাকে পিসিবি-র এক সূত্র বলেছেন, “পাকিস্তান বোর্ডের তরফে আইসিসি-র কাছে স্পষ্ট জবাব জানতে চাওয়া হয়েছে। কারণ জাতীয় সঙ্গীত বাজানোর দায়িত্বে ছিলেন আইসিসি-র কর্মীরাই। যে হেতু ভারত পাকিস্তানে খেলছেই না, তাই কী ভাবে ওদের জাতীয় সঙ্গীত বাজানো হল সেটাই মাথায় ঢুকছে না পিসিবি কর্তাদের।”

এই নিয়ে পর পর দু’দিন আইসিসি-কে চিঠি পাঠাল পাক বোর্ড। শুক্রবারও সম্প্রচার ঘিরে বিতর্ক হওয়ায় একটি চিঠি পাঠানো হয়েছিল। পাকিস্তানের অভিযোগ, ভারত-বাংলাদেশ ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির যে লোগো দেখানো হয়েছে সেখানে পাকিস্তানের নাম নেই। বিষয়টি নিয়ে আইসিসি-কে চিঠি দিয়েছিল তারা। সম্প্রচারের সময় পর্দার উপরের বাঁ দিকের কোণে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকে। সেখানে আয়োজক হিসাবে পাকিস্তানের নামও থাকার কথা। পাকিস্তান-নিউ জ়িল্যান্ড ম্যাচে সেটি দেখা গেলেও ভারত-বাংলাদেশ ম্যাচে লোগোর নীচে পাকিস্তানের নাম ছিল না। আবার সেটি দেখা গিয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। কেন এই একটি ম্যাচে পাকিস্তানের নাম আয়োজক হিসাবে দেখানো হল না তা জানতে চেয়ে আইসিসি-কে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাধারণত ম্যাচের সময় পূর্বনির্ধারিত কোনও গ্রাফিক দেখানো হলে সেটি আগে থেকে তৈরি করে আইসিসি-কে পাঠিয়ে রাখতে হয়। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচে সেটি না দেখা যাওয়ায় ক্ষিপ্ত পিসিবি। আইসিসি-র তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত ভুলের কারণেই এমনটা হয়েছে। ভবিষ্যতে আর এমনটা হবে না। তাতে অবশ্য খুশি নয় পিসিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement