India vs Pakistan

ভারতীয় ক্রিকেটারের জ্বর, পাকিস্তান ম্যাচের আগের দিন আসতেই পারলেন না অনুশীলনে

প্রথম একাদশে এমনিতেই সুযোগ পাচ্ছেন না। ভারত-পাকিস্তান ম্যাচের আগে জ্বরে কাবু ভারতের উইকেটকিপার ঋষভ পন্থ। শনিবার তিনি আসতেই পারলেন না অনুশীলনে। সাংবাদিক বৈঠকে এসে সেই খবর জানিয়েছেন শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০
Share:
cricket

দুবাইয়ে ভারতীয় দলের অনুশীলন। ছবি: পিটিআই।

প্রথম একাদশে এমনিতেই সুযোগ পাচ্ছেন না। ভারত-পাকিস্তান ম্যাচের আগে জ্বরে কাবু ভারতের উইকেটকিপার ঋষভ পন্থ। শনিবার তিনি আসতেই পারলেন না অনুশীলনে। সাংবাদিক বৈঠকে এসে সেই খবর জানিয়েছেন শুভমন গিল।

Advertisement

শনিবার স্থানীয় সময় দুপুর ১টায় অনুশীলন ছিল ভারতের। সেখানে বাকি ক্রিকেটারেরা হাজির হলেও পন্থকে দেখা যায়নি। তখনই জল্পনা শুরু হয়। পরে সেই প্রশ্নের উত্তর দেন শুভমন। তিনি বলেন, “ঋষভ পন্থের জ্বর হয়েছে। তাই ও অনুশীলনে আসতে পারেনি। আমার কাজ হল দলের বাকি ক্রিকেটারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা। বিশেষত যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না।”

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের উইকেটকিপার কে হবেন, তা নিয়ে প্রতিযোগিতার অনেক আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। তবে কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, কেএল রাহুলই তাঁদের প্রথম পছন্দ। প্রথম ম্যাচে সেটাই দেখা গিয়েছে। তাই পন্থের জ্বর হওয়ায় বিশেষ চিন্তায় নেই ভারতের। কারণ পাকিস্তান ম্যাচে রাহুলের খেলা একপ্রকার নিশ্চিত।

Advertisement

দুবাইয়ের মাঠে পরের দিকে শিশির পড়ার একটা সম্ভাবনা থাকে। তবে পাকিস্তান ম্যাচে তেমন কোনও সম্ভাবনা দেখছেন না শুভমন। তাঁর কথায়, “আমার মনে হয় না টস ম্যাচের ফলাফলে কোনও প্রভাব ফেলবে। তবে যারা পরে ব্যাট করবে তাদের চাপ বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement