জয় শাহ। —ফাইল চিত্র।
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা অব্যাহত। সমাধান সূত্র না মেলায় পর পর তিন বার পিছিয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সংক্রান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক। তা নিয়ে কিছুটা বিরক্ত আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সচিব জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়াতেই কি পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়েছে? এই প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ উত্তর দিয়েছেন নকভি।
শনিবার তৃতীয় বার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বোর্ড বৈঠক পিছিয়ে গিয়েছে। এ নিয়ে কিছুটা বিদ্রুপের সুরে নকভি বলেছেন, ‘‘আইসিসি এগোতে চাইলে ক্রিকেটও এগোবে। আইসিসি যদি গর্তের মধ্যে ঢুকে থাকে, তা হলে গোটা ক্রিকেট বিশ্বে তার প্রভাব পড়বে।’’ সমাজমাধ্যমে পিসিবি তাঁর বক্তব্য প্রকাশ করেছে।
হতাশ পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, ‘‘শনিবারও বৈঠক হল না। পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক। সব কিছু চূড়ান্ত হলে জানানো হবে। আমরা দেশবাসীকে হতাশ করব না। কথা বার্তা চলছে। এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলতে চাই না। আমরা আন্তর্জাতিক ক্রিকেট এবং পাকিস্তানের জন্য সেরা কিছু করার চেষ্টা করছি।’’
জয় আইসিসি চেয়ারম্যান হওয়ার পর শনিবারই প্রথম বৈঠক ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। কিন্তু আবার বৈঠক পিছিয়ে গিয়েছে। জয় এবং নকভি দু’জনেই রয়েছেন দুবাইয়ে। আইসিসি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাঁদের মধ্যে সরাসরি কথা হয়নি। ওয়াকিবহাল মনে করছে, জয় আইসিসির শীর্ষ কর্তা হওয়ায় পাকিস্তানের কাজ কঠিন হতে পারে।
আগামী বছর ১৯ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা। কিন্তু এখনও আয়োজক দেশের নামে সিলমোহর পড়েনি। সূচিও প্রকাশ করতে পারেনি আইসিসি। ভারত জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা খেলতে যাবে না। এই পরিস্থিতিতে আইসিসি পাক ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, হাইব্রিড মডেল ছাড়া গতি নেই। জানা গিয়েছে, হাইব্রিড মডেল মেনে নিলেও পাল্টা শর্ত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। বৈঠকের পরবর্তী দিন জানা যায়নি।