BGT 2024-25

দ্বিতীয় টেস্ট হেরে শামির জন্য দরজা খুলে দিলেন রোহিত, আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ সিরাজদের

দিন-রাতের টেস্টে হারের পর ভারতীয় দল তাকিয়ে শামির দিকে। বুমরার চাপ কমাতে অনেকটা শামির দিকে তাকিয়ে ভারতীয় শিবির। অন্য বোলারদের আরও দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২৩
Share:

(বাঁ দিক থেকে) মহম্মদ শামি, রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র।

মহম্মদ শামি এখন রয়েছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। তাঁর কিট পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের কাছে। এনসিএ-র ফিটনেস বিশেষজ্ঞেরা ছাড়পত্র দিলেই শামি অস্ট্রেলিয়ার বিমান ধরবেন। বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয়ের পর বাংলার জোরে বোলারের জন্য দলের দরজা খুলে রাখার কথা জানালেন রোহিত শর্মা।

Advertisement

দিন-রাতের টেস্ট হারার পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়তে হয় ভারতীয় দলের অধিনায়ককে। অস্ট্রেলিয়া সফরে তাঁরা শামির অভাব অনুভব করছেন কি না, সেই প্রশ্নও ওঠে। বিশেষ করে শনিবার যশপ্রীত বুমরার পায়ে হালকা চোটের পর শামির প্রসঙ্গ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মনে করা হচ্ছে, সিরিজ়ের শেষ দু’টি টেস্ট খেলানো হবে শামিকে। রোহিত বলেছেন, ‘‘এখনই আমরা সিডনির চতুর্থ টেস্ট নিয়ে ভাবছি না। আগে আমাদের ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে হবে। শামি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তাতে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে।১০০ শতাংশ ফিট হয়েই ফেরা উচিত। তা ছাড়া, ও দীর্ঘ দিন খেলার মধ্যে নেই। দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না। ’’

উঠেছে অ্যাডিলেডে ভারতীয় বোলারদের পারফরম্যান্সের প্রসঙ্গও। রোহিত বলেছেন, ‘‘আমাদের হাতে বুমরার মতো বোলার রয়েছে। আবার এটাও ঠিক ওকে টানা বল করাতে পারব না। বুমরা একাই আমাদের সব সময় উতরে দেবে, তা হয় না। এই টেস্টে বুমরার সঙ্গে মহম্মদ সিরাজও ভাল বল করেছে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট করে পেয়েছে দু’জনে। এ ভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া দরকার।’’ বুঝিয়ে দিয়েছেন, বুমরার চাপ কমাতে তাঁরা কিছুটা হলেও তাকিয়ে শামির দিকে। তিনি আরও বলেছেন, ‘‘আমাদের ইতিবাচক থাকতে হবে। হতেই পারে বুমরা সময় মতো উইকেট তুলতে পারল না। তখন অন্যদের এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সব সময় ‘এক্স’, ‘ওয়াই’ বা ‘জ়েড’ রান করবে, তা হয় না। দলের সকলকে বিষয়টা বুঝতে হবে। না হলে টেস্ট বা সিরিজ় জেতা যায় না।’’

Advertisement

বুমরার চোট কতটা উদ্বেগের? রোহিত বলেছেন, ‘‘বল করার সময় বুমরাকে গিয়ে জিজ্ঞেস করেছিলাম, কোনও সমস্যা হচ্ছে কি না। পাঁচ ম্যাচের সিরিজ় খেলছি আমরা। বুমরাকে আমাদের পাঁচটা ম্যাচেই তরতাজা ভাবে প্রয়োজন। ওর উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। সবাইকেই ব্যবহার করতে হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘বুমরা সকাল থেকে বিকাল পর্যন্ত বল করবে, এটা আশা করা যায় না। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়। পরিকল্পনা করেই মাঠে নামি আমরা। বল করার সময়ও বোলারদের সঙ্গে কথা বলি। সেই মতো সিদ্ধান্ত নিই।’’

বোলিং নিয়ে যে ভারতীয় দলের অধিনায়ক খুশি নন, তা-ও বুঝিয়ে দিয়েছেন। রোহিত বলেছেন, ‘‘আমাদের হাতে শুধু বুমরা নয়, আরও জোরে বোলার রয়েছে। সকলকে দায়িত্ব নিতে হবে। সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশ কুমার রেড্ডি রয়েছে। অনেকে দলে নতুন। ওদের আত্মবিশ্বাসী রাখা আমার কাজ। খেলার সময় ওরা যাতে নিজেদের অসুরক্ষিত না ভাবে, সেটা নিশ্চিত করাই আমার কাজ।’’ এই প্রসঙ্গেই রোহিত বলেছেন, ‘‘প্রথম টেস্টে হর্ষিত ভুল কিছু করেনি। তাই ওকে দ্বিতীয় টেস্টেও খেলানো হয়েছে। তা ছাড়া একটা ম্যাচ দেখেই কাউকে বাদ দেওয়ার পক্ষে নই। পারফর্ম করার যথেষ্ট সুযোগ দেওয়া উচিত এক জন খেলোয়াড়কে। সব ম্যাচ সমান যায় না কারও।’’

রোহিত মেনে নিয়েছেন গোলাপি বলের টেস্টে তাঁদের বেশ কিছু ভুল হয়েছে। সেগুলি শুধরে পরে টেস্টে মাঠে নামতে চান তিনি। পাশাপাশি, তাকিয়ে রয়েছেন ভারতীয় দলে শামির প্রত্যাবর্তনের দিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement