বাবর আজম। — ফাইল চিত্র।
বিশ্বকাপ খেলতে ভারতে কিছু দিন আগেই চলে এসেছে পাকিস্তান। প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে তারা। ভারতের বিরুদ্ধে খেলবে ১৪ অক্টোবর। তার আগে ভারতের দুই ক্রিকেটারকে নিয়ে সতর্ক পাকিস্তান। দলের সহ-অধিনায়ক শাদাব খানের মতে, রোহিত শর্মা এবং কুলদীপ যাদবকে নিয়ে সাবধানে থাকতে হবে তাঁদের।
ভারতে এসে প্রথম সাংবাদিক বৈঠকে শাদাব বলেছেন, “রোহিত শর্মাকে আমি সমীহ করি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের একজন। ওকে বল করা খুবই কঠিন। উইকেটে থিতু হয়ে গেলে বিপজ্জনক হয়ে ওঠে। বোলারদের মধ্যে কুলদীপ যাদবের ফর্ম আমাদের কিছুটা চিন্তায় রাখবে। আমি নিজে লেগস্পিনার বলে সেটা আরও ভাল বুঝি।”
প্রস্তুতি ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। এশিয়া কাপেও সুপার ফোরে তাদের পারফরম্যান্স ভাল ছিল না। শাদাবের মতে, তাঁরা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। বলেছেন, “এশিয়া কাপ ভাল যায়নি এটা আমরা সবাই জানি। কিন্তু এটাই ক্রিকেটের সৌন্দর্য। ভুল থেকেই শিক্ষা নিতে হয়। শেখার সুযোগ সব সময় রয়েছে। ভাল ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। এশিয়া কাপের পরে আমরা বিশ্রাম পেয়েছি। ক্রিকেট এখন শুধু দক্ষতার নয়, মানসিকতার খেলাও বটে। বিশ্বকাপের আগে মানসিক ভাবে নিজেদের শান্ত রাখতে চাই।”
শাদাব নিজেও অফ ফর্মে রয়েছেন, যা বিশ্বকাপে বদলানোই তাঁর লক্ষ্য। বলেছেন, “জানি যে ইদানীং খুব একটা ভাল খেলছি না। কিন্তু আমার সেই দক্ষতা রয়েছে। তাই মানসিক ভাবে নিজেকে চাঙ্গা করার চেষ্টা চালাচ্ছি। সবুজ জার্সি পরলেই মানুষের প্রত্যাশা বেড়ে যায়। ভারতে খেলছি যখন সেই প্রত্যাশা আরও বেশি থাকবে।”