আজ়ম খান। —ফাইল চিত্র।
পাকিস্তানের টেস্ট দলে নেই আজ়ম খান। উইকেটরক্ষক-ব্যাটার এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলছেন। সেখানে আউট হলেন শরীরের ওজন সামলাতে না পেরে। একটি বাউন্সার খেলতে গিয়ে শরীরের ভারসাম্য হারান ১৩৬ কেজির পাক ক্রিকেটার।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএল খেলছেন আজ়ম। শুক্রবার তাঁদের ম্যাচ ছিল অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে। দলের হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন আজ়ম। প্রথম সাত বলে পাঁচ রান করেন আজ়ম। অষ্টম বলে শামার স্প্রিংগারের বলে বাউন্ডারি মারেন।
তাঁকে আগ্রাসী হতে দেখে পরের বলটি বাউন্সার দেন স্প্রিংগার। পুল মারার চেষ্টা করেন পাক ক্রিকেটার। আজ়ম বলের লাইন মিস্ করেন। বল গিয়ে লাগে তাঁর গলায়। বলের আঘাতে শরীরের ভারসাম্য হারান আজ়ম। ক্রিজ়ে পড়ে যান পাক উইকেটরক্ষক-ব্যাটার। সে সময় তাঁর ব্যাট লেগে ভেঙে যায় উইকেট। স্বাভাবিক ভাবেই ‘হিট উইকেট’ হয়ে আউট হয়ে যান আজ়ম। গলায় বলের আঘাত লাগায় মাঠে ছুটে আসেন দলের ফিজিয়ো। বড় কোনও চোট লাগেনি আজ়মের। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
২৬ বছরের ক্রিকেটার পাকিস্তানের হয়ে ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর ওজন প্রায় ১৩৫ কিলোগ্রাম। অতিরিক্ত ওজনের জন্য কম সমালোচনা হয়নি আজ়মের।