ICC ODI World Cup 2023

গানে আপত্তি বাবরদের! সিএবি কর্তাদের বন্ধ করতে হল ইডেনের লাউড স্পিকার

কলকাতায় ভালই আছেন বাবরেরা। তবু কিছু কিছু ব্যাপারে তাঁদের অসুবিধা হচ্ছে। সে সব সামাল দেওয়ার চেষ্টা করছেন সিএবি কর্তারা। পাশাপাশি রোহিত, কোহলিদের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ২০:৪০
Share:

বাবর আজ়ম। —ফাইল চিত্র।

বাবর আজ়মদের কোনও কিছুই ঠিক ঠাক হচ্ছে না। মাঠের ভিতরের মতো বাইরেও সব তালগোল পাকিয়ে যাচ্ছে পাকিস্তান দলের। এমন পরিস্থিতিতে ইডেনের সাউন্ড সিস্টেমে চলা গানও কানে বিঁধছে বাবরদের। তাঁদের চুপি চুপি বিরিয়ানি খাওয়ার খবর বেরিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। অন্য দিকে ভারতীয় শিবির ফুরফুরে। পাক ক্রিকেটারদের দেখভালে কড়া নজর রাখলেও সিএবি কর্তাদেরও এখন পাখির চোখ ৫ নভেম্বরের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ।

Advertisement

দলের মিডিয়া ম্যানেজার ইফতিকার নেগিকে দেশে ফেরত পাঠিয়েও খবর পাচার আটকাতে পারছেন না বাবরেরা। সব খবর পেয়ে যাচ্ছে সংবাদমাধ্যম। ক্রিকেটারেরা কী করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন— সব। একে ব্যাটে রান নেই, বল হাতে উইকেট নেই, টানা চার ম্যাচে জয় নেই। এত নেইয়ের মাঝেও ভারত দেশটার ঘ্রাণ, স্বাদ দেখে এবং চেখে নিতে চাইছেন বাবরেরা। আর সেই সব খবর বাইরে পাচার হয়ে যাচ্ছিল। বিশ্বকাপে ব্যর্থতার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছিল বিতর্ক। সংবাদমাধ্যমকে সব খবর বলে দিচ্ছিলেন ইফতিকার। ক্রিকেটারদের আপত্তিতে তাই তাঁকে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর চেন্নাই থেকেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন মিডিয়া ম্যানেজার উমর ফারুক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া কনসুলেট ফারুকের দলের সঙ্গে যোগ দেওয়া নিয়ে সরকারি ভাবে অবশ্য পিসিবি বা আইসিসির তরফে কিছু জানানো হয়নি।

সোমবার পাকিস্তানের অনুষ্ঠানের সময় ইডেনে বাজানো হচ্ছিল গান। ক্রিকেটীয় সুরহীন বাবরদের সে সব ভাল লাগছে না এখন। পাক ক্রিকেটারেরা গান থামানোর অনুরোধ করেন। দলের সাপোর্ট স্টাফেরা দৌড়ে গিয়ে সে খবর জানিয়েছেন সিএবি কর্তাদের। তাঁদের নাকি অনুশীলনে মন দিতে অসুবিধা হচ্ছে। সিএবি কর্তাকা অবশ্য সঙ্গে সঙ্গে তা বন্ধও করে দিয়েছেন।

Advertisement

পাকিস্তান শিবির যখন অগোছাল, ভারত তখন বিশ্বকাপে বেশ পরিপাটি। ম্যাচে, অনুশীলনে, হোটেলে, পরিকল্পনায়। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৫ নভেম্বর। সে দিন আবার বিরাট কোহলির জন্মদিন। বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত রোহিত শর্মাদের বিশেষ পরিকল্পনা সেরে রেখেছেন প্রাক্তন অধিনায়কের জন্য।

পরিকল্পনা রয়েছে সিএবি কর্তাদেরও। ইডেনের গ্যালারিতে সে দিন হাজির থাকবেন ৬৭ হাজার কোহলি। সব দর্শকের হাতে দেওয়া হবে কোহলি মুখোশ। মুখোশের আড়াল থেকে আসল মুখ দেখবেন তাঁরা। ভারতের ম্যাচ ঘিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনাও করেছেন সিএবি কর্তারা। আইসিসির অনুমতি পাওয়া গেলে ৬৭ হাজার বিরাটের সামনে কেকও কাটতে পারেন কোহলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement