IPL

বিশ্বকাপের মাঝে আইপিএল নিয়ে বিপাকে র‌্যাপার বাদশা, সঞ্জয় দত্ত! এফআইআর দু’জনের নামে

বেআইনি ভাবে অনলাইন জুয়ার অ্যাপে আইপিএলের খেলা সম্প্রচারের অভিযোগ। সেই অ্যাপের হয়ে প্রচার করায় অভিযুক্ত সঞ্জয় দত্ত-সহ ৪০ জন খ্যাতনামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৮:২৩
Share:

বাদশা। ছবি: সংগৃহীত।

জুয়ার অ্যাপে আইপিএলের প্রচারের অভিযোগে র‌্যাপার বাদশা, বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে মুম্বই পুলিশের কাছে এফআইআর করা হয়েছে। আইপিএলের এক সম্প্রচারকারীদের পক্ষে মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগে হাজিরা দেন বাদশা।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএলের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিনেছে ভায়াকম ১৮। তারাই শুধু মোবাইল অ্যাপে আইপিএলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখাতে পারে। সংস্থার অভিযোগ, একটি আনলাইন জুয়া সংস্থা তাদের মোবাইল অ্যাপে বেআইনি ভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। সংশ্লিষ্ট অ্যাপটির হয়ে প্রচার করছেন বাদশা, সঞ্জয় দত্ত-সহ ৪০ জন খ্যাতনামী। সংস্থাটির বিরুদ্ধে ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছেন ভায়াকম ১৮ কর্তৃপক্ষ।

অনলাইন জুয়ার অ্যাপটি যে সংস্থার, তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত করছে ইডি। সংস্থার প্রচার দূত হিসাবে বিভিন্ন সময় দেখা গিয়েছে রনবীর কপূর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কপূরের মতো বলিউডের পরিচিত মুখদেরও। তদন্তের স্বার্থে আগেই তাঁদের বক্তব্য জানতে চেয়েছে ইডি। গত ফেব্রুয়ারি মাসে সংস্থার কর্ণধার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সঞ্জয় ছাড়াও দুবাই গিয়েছিলেন সুনীল শেট্টি, টাইগার শ্রফ-সহ বেশ কয়েক জন অভিনেতা। সূত্রের খবর, তাঁরাও রয়েছেন ইডির নজরে।

Advertisement

সেই তদন্তের পাশাপাশি এ বার যোগ হল বেআইনি ভাবে আইপিএল সম্প্রচারের অভিযোগ। যে তদন্তে সাহায্যের জন্য পুলিশের দফতরে হাজিরা দিতে হল বাদশাকে। হাজিরা দিতে হতে পারে সঞ্জয়কেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement