ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল তিন সিংহী। সঙ্গে ছিল ‘বনের রাজা’। এক চিতাবাঘকে তিন সিংহী মিলে শিকার করেছে। এক সিংহী চিতাবাঘের পায়ে কামড় বসাচ্ছে। আর এক সিংহী মৃত চিতাবাঘের পিঠ কামড়ে ধরছে। কিন্তু এক সিংহী ‘বনের রানি’র মেজাজে বসে রয়েছে চিতাবাঘের টুঁটি ধরে। তবে শিকারে ভাগ বসাচ্ছে না সিংহ। বরং তিন সিংহীর চারপাশে চক্কর কেটে চলেছে সে। ভোজনপর্ব সারার দিকে মন নেই সিংহের। চিতাবাঘের গলায় যে সিংহী কামড় বসিয়ে রেখেছিল তাকে আদর করতে শুরু করে দিল ‘বনের রাজা’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ঘটনাটি দক্ষিণ আফ্রিকার মালামালা গেম রিজ়ার্ভে ঘটেছে। ‘লেটেস্ট সাইটিংস’ নামের অ্যাকাউন্ট থেকে ইউটিউবের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক সিংহী যখন চিতাবাঘ শিকারে ব্যস্ত তখন তাকে আদরে ভরিয়ে দিচ্ছে সিংহ। কখনও সিংহীর পিঠে ভালবেসে নাক ঘষে দিচ্ছে। কখনও আবার আদর করে কামড়ে দিচ্ছে সিংহীর পিঠে। সিংহীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার কিছু ক্ষণ পর সেখান থেকে সরে যায় সিংহ। মুখে চিতাবাঘ নিয়ে বসে থাকতে দেখা যায় সিংহীকে। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে এক নেটাগরিক মজা করে মন্তব্য করেছেন, ‘‘খাওয়াদাওয়ার চেয়ে মিলনের প্রতিই বেশি ঝোঁক রয়েছে সিংহের।’’