পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।
আইসিসির ক্রমতালিকায় পাকিস্তান এখন অষ্টম স্থানে। বুধবার যে ক্রমতালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে মাত্র ৭৬ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। ১৯৬৫ সালের পর এত কম পয়েন্টে কখনও নেমে যায়নি তারা। বাংলাদেশের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ় হারের পরেই টেস্টের ক্রমতালিকায় অবনতি পাকিস্তানের।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগে ষষ্ঠ স্থানে ছিল পাকিস্তান। প্রথম টেস্টে শান মাসুদেরা হেরে যান ১০ উইকেটে। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে হেরে যান তাঁরা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ এক সময় ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে লিটন দাসের শতরানে ভর করে ম্যাচ জিতে নেয় তারা। সেই হারের পর ৭৬ পয়েন্টে নেমে গিয়েছে পাকিস্তান।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও অষ্টম স্থানে পাকিস্তান। ন’টি ম্যাচের মধ্যে মাত্র দু’টি টেস্টে জিতেছে তারা। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের পক্ষে এই প্রতিযোগিতার ফাইনালে ওঠা কঠিন। ২০২১ সালের পর থেকে ঘরের মাঠে কোনও টেস্ট জিততে পারেনি পাকিস্তান। ছ’টি ম্যাচ হেরেছে তারা, ড্র করেছে চারটি। পাকিস্তান ঘরের মাঠে শেষ টেস্টটি জিতেছিল ২০২১ সালের ফেব্রুয়ারিতে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা।
৭৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ক্রমতালিকায় অষ্টম স্থানে থাকলেও তারা বাংলাদেশের উপরে রয়েছে। ৬৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নবম স্থানে। আয়ারল্যান্ড রয়েছে দশম স্থানে। তারা ১০ পয়েন্টে রয়েছে।