Babar Azam

কারণ আইপিএল, বিশ্বকাপ ফাইনালের আগে বাবরের সঙ্গে জোর লেগে গেল সাংবাদিকের

রবিবার মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। তার আগে সাংবাদিক বৈঠক করেন বাবর আজ়ম। সেখানে এক সাংবাদিকের সঙ্গে তরজা পাক অধিনায়কের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১৮:২৫
Share:

রবিবার বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছেন বাবররা। —ফাইল চিত্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইপিএল নিয়ে এক সাংবাদিকের সঙ্গে তরজা লেগে গেল বাবর আজ়মের। সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হন পাকিস্তানের অধিনায়ক। তিনি উত্তর দিতে চাননি। পরিস্থিতি সামলাতে মাঠে নামেন দলের মিডিয়া ম্যানেজার।

Advertisement

ঠিক কী হয়েছিল? সাংবাদিক বৈঠকে বাবরকে আইপিএল নিয়ে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, ‘‘আইপিএল খেললে কী কী সুবিধা হতে পারে? আপনার কি মনে হয়ে আইপিএল খেললে আপনাদের আরও একটু সুবিধা হত?’’ এখানেই থেমে থাকেননি তিনি। আরও প্রশ্ন করেন, ‘‘ভবিষ্যতে কি আপনাদের আইপিএল খেলার কোনও সম্ভাবনা রয়েছে?’’

এই প্রশ্নের জবাব দেননি বাবর। তিনি এ পাশ, ও পাশ তাকাতে থাকেন। দেখে বোঝাই যাচ্ছিল, আইপিএল নিয়ে প্রশ্নে বিরক্ত তিনি। বাবরের ঠিক ডান দিকে দাঁড়িয়ে ছিলেন দলের মিডিয়া ম্যানেজার। পাক অধিনায়কের মানসিক অবস্থা বুঝতে পারেন তিনি। পরিস্থিতি সামলাতে ময়দানে নামেন তিনি। বলেন, ‘‘আমরা এই মুহূর্তে শুধু বিশ্বকাপের ফাইনাল খেলার কথা ভাবছি। তাই সেই ম্যাচের বাইরে কোনও প্রশ্ন করবেন না।’’

Advertisement

এ বারের বিশ্বকাপে যে ভাবে ছিটকে যেতে যেতে পাকিস্তান ফিরে এসেছে সেই বিষয়ে মুখ খুলেছেন বাবর। বলেছেন, ‘‘আমরা শেষ তিনটে ম্যাচে খুব ভাল খেলেছি। তাই চাপ নেই। তার বদলে আমরা বেশ উত্তেজিত। ফাইনাল খেলার চাপ তো থাকবেই। কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। মাঠে নেমে সেই আত্মবিশ্বাস কাজে করে দেখাতে হবে। সেটা করতে পারলে ফল ভাল হবেই।’’

আইপিএলের প্রথম মরসুমে পাকিস্তানের বেশ কয়েক জন ক্রিকেটার খেলেছিলেন। কিন্তু ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে ২০০৯ সাল থেকে আর আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। ২০০৯ সাল থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ়ও হয়নি। একমাত্র আইসিসি প্রতিযোগিতায় দেখা হয় তাদের। পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে না নেওয়ায় এর আগে অনেক পাক ক্রিকেটার ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু এই মুহূর্তে সেই বিষয়ে মন্তব্য করতে চাইলেন না বাবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement