তিন বলে এক রান করে আউট হয়ে যান শোয়েব। —ফাইল চিত্র
পাকিস্তান সুপার লিগে অদ্ভুত ভাবে আউট হলেন শোয়েব মালিক। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক করাচি কিংসের হয়ে খেলেন। পেশোয়ার জালমির বিরুদ্ধে খেলছিলেন তাঁরা। ১১তম ওভারে ব্যাট করছিলেন শোয়েব। সেই সময়ই ঘটে ঘটনাটি। তিন বলে এক রান করে আউট হয়ে যান শোয়েব। কী ভাবে আউট হয়েছিলেন তিনি?
পেশোয়ারের হয়ে বল করছিলেন আমের জামাল। তাঁর বলে বড় শট মারতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে যায় শোয়েবের। ব্যাট উড়ে গিয়ে পিছন দিকে পড়ে। অন্য দিকে বল ব্যাটে লেগে সোজা উপর দিকে উঠে যায়। যে বল সহজেই ধরে ফেলেন বোলার জামাল। আউট হয়ে যান শোয়েব। ১৯৮ রান তাড়া করতে নেমে শোয়েবের দল ৮১ রানে ৪ উইকেট হারায়। ম্যাচ জেতা কঠিন হয়ে যায় তাঁদের পক্ষে। ইমাদ ওয়াসিম ৩০ বলে ৫৭ রান করেন। করাচির ইনিংস শেষ হয়ে যায় ১৭৩ রানে। ম্যাথু ওয়েড ৪১ বলে ৫৩ রান করলেও দলকে জেতাতে পারেননি।
পেশোয়ারের হাসিবুল্লাহ খান ২৯ বলে ৫০ রান করেন এবং রভমন পাওয়েল ৩৪ বলে ৬৪ রান করেন। তাঁদের দাপটেই ১৯৭ রান করে পেশওয়ার। মহম্মদ আমির ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিলেও লাভ হয়নি।
করাচি সাত ম্যাচে মাত্র দু’টি ম্যাচ জিতেছে। পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে করাচি কিংস। মাত্র ৪ পয়েন্ট রয়েছে তাদের। পেশোয়ার ছ’ম্যাচে তিনটি জিতেছে। তারা রয়েছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে লাহোর কলান্দার্স। তারা পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস। ছ’ম্যাচে চারটি জিতেছে তারা।