সোমবার অবসরের কথা জানিয়েছেন হাফিজ। —ফাইল চিত্র
অবসর নিলেন মহম্মদ হাফিজ। কিন্তু পাক অলরাউন্ডারের অবসরের সঙ্গে কিছুটা বিতর্কও জড়িয়ে থাকল।
সোমবার অবসরের কথা জানিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেটার। সেই সঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়ে দেন তাঁর অবসর নেওয়ার কারণও। বোর্ড প্রধান রামিজ রাজাকে নিয়েও মুখ খোলেন হাফিজ।
সেই সাক্ষাৎকারে হাফিজ নিজের বিরাট হতাশার কথা জানিয়েছেন। হাফিজ বলেন, “বোর্ডকে আমি এবং আজহার আলি জানিয়েছিলাম, যে সব ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত তাদের বাদ দেওয়া হোক। কিন্তু আমি খুব হতাশ হয়েছিলাম। বোর্ড বলেছিল তোমার খেলতে না ইচ্ছা হলে ছেড়ে দাও। ওই ক্রিকেটাররা খেলবেই।”
কিছু দিন আগে পাক ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ বলেছিলেন হাফিজ এবং শোয়েব মালিকের অবসর নেওয়া উচিত। তবে রামিজের এই মন্তব্যের সঙ্গে তাঁর অবসরের কোনও যোগ নেই বলে জানিয়েছেন হাফিজ। তিনি বলেন, “২০১৯ বিশ্বকাপের পর থেকেই অবসরের কথা ভাবছি। সেই সময় আমার স্ত্রী এবং আত্মীয়রা আপত্তি করায় খেলা চালিয়ে যাই। রামিজ যেটা বলেছে সেটা ওর কথা। সমালোচকদের আমি সম্মান করি। মাঠে নেমেই তাদের উত্তর দেওয়া পছন্দ করি। বোর্ডের কারও প্রতি আমার কোনও খারাপ লাগা নেই।”
হাফিজের মতে সব ক্রিকেটারের সম্মানের সঙ্গে অবসর নেওয়া উচিত।