পাকিস্তানের হয়ে কোন লক্ষ্য পূরণের প্রস্তুতি নিচ্ছেন বাবর ফাইল চিত্র
এই বছর এক দিনের ক্রিকেটে ছ’ম্যাচে তিনটি শতরান। মোট রান ৪৫৭। গড় প্রায় ১০০। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে পর পর অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে টি২০ সিরিজে হারিয়েছে পাকিস্তান। কিন্তু তাতেও মনে হচ্ছে বাবর আজম কিছুই করেননি। এ বার কিছু একটা করতে চান। সেই ‘কিছু একটা’ হল জোড়া বিশ্বকাপ জেতা। এই বছর অক্টোবরে টি২০ বিশ্বকাপ ও আগামী বছর এক দিনের বিশ্বকাপে পাকিস্তানকে জেতাতে চান তিনি।
গত বছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার হাতে স্বপ্নভঙ্গ হয়েছিল বাবরদের। সেটা এ বার আর হতে দিতে চান না পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘‘নিজের ব্যাটিং উপভোগ করছি। আমার প্রধান লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপ জেতা। আগামী ১৮ মাসে দু’টো বিশ্বকাপ রয়েছে। সেই দু’টো প্রতিযোগিতা জিতলে তবেই বুঝব কিছু করতে পেরেছি। এ বার আর সুযোগ হাতছাড়া করতে চাই না।’’
ছেলেবেলা থেকেই পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতেন বাবর। ছেলেবেলার সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি। বাবর বলেন, ‘‘যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করি তখন থেকেই আমার লক্ষ্য ছিল বিশ্বের সেরা ব্যাটার হয়ে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো। বাবা আমাকে ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তাই আজ এখানে পৌঁছতে পেরেছি।’’
অধিনায়ক হিসাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি। বাবর বলেন, ‘‘অধিনায়ক হিসাবে আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। আমি ভাল খেললে দলের অন্য ব্যাটাররাও ভাল খেলার চেষ্টা করবে। দল হিসাবে আমরা ভাল খেলব। আগামী দিনেও সেটা করে যেতে চাই।’’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।