ভারতের দল নির্বাচন নিয়ে মুখ খুললেন কপিল ফাইল চিত্র
আইপিএলে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন। আইপিএলে ভাল খেলায় ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। ৩৭ বছরের এই ক্রিকেটারের প্রশংসা করেছেন কপিল দেব। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, কার্তিক নির্বাচকদের বাধ্য করেছেন তাঁকে ভারতীয় দলে নিতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেয়েছেন কার্তিক। প্রথম টি২০-তে শেষ দিকে নেমে ২১ বলে ৩০ রান করেছেন। এখনও তিনি অনেক দিন ক্রিকেট খেলবেন বলেই মনে করেন কপিল। তিনি বলেন, ‘‘কার্তিক এত ভাল খেলেছে যে নির্বাচকরা ওকে নিতে বাধ্য হয়েছে। এখনও ওর মধ্যে অনেক ক্রিকেট বাকি। ওর অভিজ্ঞতা রয়েছে। মাঠে নেমে নিজেকে প্রমাণ করছে। ওর জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।’’
মহেন্দ্র সিংহ ধোনির আগে ভারতীয় দলে অভিষেক হয়েছিল কার্তিকের। এত বছর ধরে খেলার পরেও এখনও তাঁর খিদে কমেনি বলে মনে করেন কপিল। তিনি বলেন, ‘‘ধোনির আগে থেকে কার্তিক ভারতের হয়ে খেলছে। ধোনির অবসর নেওয়া দু’বছর হয়ে গেল। কিন্তু কার্তিক একই রকমের মানসিকতা নিয়ে খেলছে। আইপিএলে যেটুকু সুযোগ পেয়েছে রান করেছে। ওর ধারাবাহিকতা ওকে অন্যদের থেকে আগে রেখেছে।’’
এ বারের আইপিএলে ১৬ ম্যাচে ৩৩০ রান করেছেন কার্তিক। গড় ৫৫। স্ট্রাইক রেট ১৫২.৭৫। বেশ কয়েকটি ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি। অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কার্তিককে দলে নিয়ে নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপের ভাবনায় রয়েছেন তিনি। এ বার তাঁর হয়ে কথা বললেন কপিল।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।