IPL 2025

আইপিএলে নতুন ভূমিকায় ধোনির বিশ্বজয়ী দলের সতীর্থ, বিশেষ দায়িত্ব দিল দিল্লি ক্যাপিটালস

২০১৭ সালে শেষ বার আইপিএল খেলেছিলেন মুনাফ। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন ২০১৮ সালে। কখনও কোচিং করাননি। তিনি। অথচ তাঁকেই বিশেষ দায়িত্ব দিল দিল্লি ক্যাপিটালস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ২২:০৯
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন বোলারকে বোলিং কোচ হিসাবে নিযুক্ত করল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার জেমস হোপসের পরিবর্তে আনা হল মুনাফ পটেলকে। ২০১৭ সালে শেষ বার গুজরাত লায়ন্সের হয়ে আইপিএল খেলেছিলেন মুনাফ।

Advertisement

দলের কোচিং ইউনিটের প্রায় সবটাই বদলে ফেললেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। আইপিএলে সাফল্যের খোঁজে এ বার বোলিং কোচ হিসাবে নিযুক্ত করা হল মুনাফকে। ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বধীন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন মুনাফ। মঙ্গলবার প্রাক্তন জোরে বোলারের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে দিল্লি।

২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম কোনও দলের কোচ হিসাবে দেখা যাবে মুনাফকে। কোচ হিসাবে অনভিজ্ঞ এবং অপরীক্ষিত মুনাফকেই বেছে নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। পেশাদার ক্রিকেট ছাড়লেও নিজেকে ফিট রাখতে এখনও খেলার মধ্যে রয়েছেন মুনাফ। এ বছরও তিনি ভেটারেন্স প্রিমিয়ার লিগে খেলেছেন। কিছু দিন আগেই দিল্লি হেড কোচ হিসাবে নিযুক্ত করেছে হেমাঙ্গ বাদানিকে। আর এক প্রাক্তন ব্যাটার বেনুগোপাল রাওকে নিয়ে আসা হয়েছে ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে। ঋষভ পন্থকেও এ বার ধরে রাখেনি দিল্লি।

Advertisement

ভারতের হয়ে ১৩টি টেস্ট, ৭০টি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মুনাফের। সব মিলিয়ে ১২৫টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলে ৬৩টি ম্যাচ খেলে ৭৪টি উইকেট রয়েছে মুনাফের। গুজরাত লায়ন্স ছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও আইপিএল খেলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement