ঘুম আসছে না মোমিনের। ছবি: টুইটার থেকে
বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছে তাঁর দেশ। বিশ্বাসই করতে পারছেন না মোমিন শাকিব। ২০১৯ সালের বিশ্বকাপে ভারতের কাছে হারের পর কেঁদে ভাসিয়েছিলেন ‘মারো মুঝে মারো’ বলে। এ বারও কাঁদলেন। তবে আনন্দে।
জয়ের আনন্দে সারা রাত জেগেছিলেন মোমিন। সোমবার সকালে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। মোমিন বলেন, “সকাল সাড়ে ন’টা বেজে গিয়েছে। এখনও ঘুম আসছে না। ঘুমিয়ে পড়লে জেতার আমেজটা চলে যাবে না তো? ১০ উইকেটে জিতেছি আমরা, ১০ উইকেটে। কত দিনের ইচ্ছা ছিল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিতব। সেটাই হয়েছে। তাও আবার ১০ উইকেটে জিতেছি আমরা। আমার ঘুমই আসছে না। আমাকে কেউ দুবাই স্টেডিয়ামে নিয়ে যাও, আমি ওখানেই ঘুমিয়ে পড়ব। বাবর আজম তোমাকে ভালবাসি।”
টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৫১ রান করে ভারত। অর্ধশতরান করেন বিরাট কোহলী। সেই রান তাড়া করতে নেমে দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানই পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেন।
ভারতের পরের ম্যাচ ৩১ অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের বিরুদ্ধে পাকিস্তান খেলতে নামবে ২৬ অক্টোবর।