বাংলার হয়ে রঞ্জি ম্যাচে মহম্মদ শামি। ছবি: পিটিআই।
দীর্ঘ দিন বাদে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে সাত উইকেট নিয়েছেন। লাল বলের পর এ বার সাদা বলের ক্রিকেটেও খেলতে চলেছেন মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার জন্য বাংলার যে দল ঘোষণা করা হয়েছে সোমবার, সেই দলে রয়েছে শামির নাম।আইপিএল নিলামের আগে নিজের দর বাড়িয়ে নেওয়ার সুযোগও এসেছে শামির কাছে। তিনি যে সৈয়দ মুস্তাক আলিতে খেলতে পারেন সে কথা আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।
সৈয়দ মুস্তাক আলিতে শামিকে খেলিয়ে আরও এক বার তাঁর ফিটনেস ঝালিয়ে নিতে চাইছে বিসিসিআই। কোনও সমস্যা না হলে অস্ট্রেলিয়া সিরিজ়ের পরের দিকের টেস্টগুলিতে তাঁকে খেলানো হতে পারে। মাঝপথে দলে নেওয়া হতে পারে শামিকে।
৩৬০ দিন পরে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নেমে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সাত উইকেট নেন শামি। ব্যাট হাতেও দ্বিতীয় ইনিংসে কার্যকরী ভূমিকা নেন। বস্তুত, শামির ওই ইনিংস না থাকলে ম্যাচটা হেরেও যেতে পারত বাংলা।
জানা গিয়েছে, বোর্ডের মেডিক্যাল দল এবং জাতীয় নির্বাচকেরা চান শামি সৈয়দ মুস্তাকে কয়েকটি ম্যাচ খেলুন। পর পর ম্যাচ খেলার জন্য তাঁর শরীর তৈরি কি না সেটা বোঝা যাবে। যতই সেটা সাদা বলের প্রতিযোগিতা হোক না কেন। তাই শামিকে সাদা বলের ফরম্যাটে নেওয়া হয়েছে।
সৈয়দ মুস্তাক আলিতে বাংলাকে নেতৃত্ব দেবেন সুদীপ ঘরামি। শনিবার রাজকোটে পঞ্জাবের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। এর পর তারা খেলবে হায়দরাবাদ, মেঘালয়, মধ্যপ্রদেশ, মিজোরাম, বিহার, রাজস্থানের বিরুদ্ধে। ফাইনাল ১৫ ডিসেম্বর বেঙ্গালুরুতে।
বাংলা দল: সুদীপ ঘরামি (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ় আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরি, শাকিব হাবিব গান্ধী, রণজ্যোত সিংহ খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সাক্ষম চৌধুরি, মহম্মদ শামি, ঈশান পোড়েল, মহম্মদ কাইফ, সূরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ এবং সৌম্যদীপ মণ্ডল।