Virat Kohli

অস্ট্রেলিয়ার মাটিতে সেরা শতরান কোনটি? পার্‌থ টেস্টে নামার আগে বেছে নিলেন কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে ছ’টি শতরান রয়েছে। তার মধ্যে একটি সফরেই করেছিলেন চারটি। সেই শতরানগুলির মধ্যে সেরা ইনিংসটি বেছে নিলেন বিরাট কোহলি। কোন ইনিংস বাছলেন বিরাট?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ২১:১৫
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার মাটিতে ছ’টি শতরান রয়েছে। তার মধ্যে একটি সফরেই করেছিলেন চারটি। সেই শতরানগুলির মধ্যে সেরা ইনিংসটি বেছে নিলেন বিরাট কোহলি। শুক্রবার পার্‌থে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে নিজের প্রিয় শতরানের কথা বলেছেন কোহলি।

Advertisement

অতীতে প্রিয় শতরানের কথা বলতে গিয়ে কোহলি উল্লেখ করেছিলেন ২০১৪ সালে অ্যাডিলেডে এক টেস্টে জোড়া শতরানের কথা। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০১৮ সালে পার্‌থে করা শতরানটিই তাঁর সবচেয়ে প্রিয়। ঘটনাচক্রে, একই জায়গায় প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তবে স্টেডিয়াম আলাদা। এ বার খেলা হবে অপ্টাস স্টেডিয়ামে।

কোহলির প্রিয় শতরানের ম্যাচে ভারত ১৪৬ রানে হেরেছিল। তবু সেই ইনিংস নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, “অস্ট্রেলিয়ার মাটিতে আমার সেরা শতরান নিঃসন্দেহে ২০১৮-১৯ সফরে পার্‌থে করা। আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে সবচেয়ে কঠিন পিচে সে বার খেলেছিলাম। তাই শতরান করতে পেরে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম।”

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে কোহলির রেকর্ড বেশ ভাল। ১৩টি টেস্টে ১৩৫২ রান করেছেন। গড় ৫৪.০৮। তবে এই সফরের আগে কোহলির ব্যাটে রানের খরা চলছে। বাংলাদেশ বা নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ে সে ভাবে রান পাননি। নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে কোহলি জ্বলে ওঠেন কি না সেটাই এখন দেখার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement