Mohammed Shami

মাঠের মতো জীবনেও ত্রাতা শামি, বাঁচালেন খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে

বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গিয়েছেন মহম্মদ শামি। সেখান পাহাড়ের খাদে পড়ে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করেন বিশ্বকাপের সফলতম এই বোলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ০৯:২৮
Share:

মহম্মদ শামি। —ফাইল চিত্র।

মাঠের বাইরেও সবার মন জিতে নিলেন মহম্মদ শামি। পথ দুর্ঘটনায় পড়া এক জনকে উদ্ধার করলেন বিশ্বকাপের সব থেকে সফল এই বোলার। তাঁকে উদ্ধার করার পর শামি নিজেই বিষয়টি সমাজমাধ্যমে পোস্ট করেন সাহায্য চেয়ে।

Advertisement

বিশ্বকাপের পর ছুটি কাটাতে নৈনিতাল বেড়াতে গিয়েছেন বাংলার এই জোরে বোলার। সেখান তিনি দেখেন পাহাড়ের খাদে একটি গাড়ি পড়ে গিয়েছে। শামি সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থেকে নেমে আসেন। দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালককে উদ্ধার করেন। এর পর সমাজমাধ্যমে শামি লেখেন, ‘‘উনি খুবই ভাগ্যবান। ঈশ্বর তাঁকে দ্বিতীয় জীবন দিয়েছেন। নৈনিতালের কাছে পাহাড়ি রাস্তায় তাঁর গাড়িটি ঠিক আমার গাড়ির সামনেই ছিল। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করতে পেরেছি।’’ জানা গিয়েছে, দুর্ঘটনায় পড়া ব্যক্তির বড় আঘাত লাগেনি। শামির পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুত। নৈনিতালের ঘটনায় শামির মানবিক দিক উঠে এসেছে। ক্রিকেটপ্রেমীরা তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।

এ বারের বিশ্বকাপের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন শামি। প্রথম চারটি ম্যাচে খেলার সুযোগ পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ড্য চোট পাওয়ায় ধর্মশালায় নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পান। তার পর আর তাঁকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামতে পারেননি রোহিত শর্মারা। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নেন শামি। তিনটি ম্যাচে ৫ উইকেটও নেন তিনি।

Advertisement

বিশ্বকাপের পর এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি। উঠে এসেছে উত্তরপ্রদেশ ছেড়ে বাংলায় চলে আসার কাহিনি, বৈবাহিকজীবনের সমস্যার কথা, তাঁর পারফরম্যান্সের কথা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁকে বিশ্রাম দিয়েছেন জাতীয় নির্বাচকেরা। আবার দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে জাতীয় দলে দেখা যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement