Virat Kohli

Virat Kohli: কী ভাবে ছন্দে ফিরবেন কোহলী? বিরাট পরামর্শ প্রাক্তন ইংরেজ অধিনায়কের

এখনও ছন্দে ফিরতে পারেননি বিরাট কোহলী। কবে তিনি ফের রানে ফিরবেন? কোহলীকে পরামর্শ দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৩:৫৮
Share:

এখনও ছন্দে ফিরতে পারেননি বিরাট কোহলী। ফাইল চিত্র

কবে রানে ফিরবেন বিরাট কোহলী? কবে আবার তাঁর ব্যাট থেকে শতরান দেখতে পাবেন সমর্থকরা? ভারতীয় ক্রিকেটে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কোহলীকে পরামর্শ দিচ্ছেন দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা। কেউ বলছেন, অতিরিক্ত চাপ না নিতে। কেউ বলছেন, ক্রিকেট থেকে কয়েক দিন বিরতি নিতে। এ বার সেই তালিকায় যুক্ত হলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের যুক্তি, কয়েক দিন নয়, অন্তত তিন মাস বিশ্রাম নিতে হবে কোহলীকে। সেই সময় খেলার কথা ভাবলে চলবে না। তবেই পুরনো ছন্দে ফিরতে পারবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

কোহলীর ব্যাটিং নিয়ে সম্প্রতি ভন বলেন, ‘‘আইপিএলের পরে কোহলী কয়েক দিনের বিশ্রাম নিয়েছিল। কিন্তু আমার মনে হচ্ছে, কয়েক দিন নয়, অন্তত তিন মাস ক্রিকেট থেকে ওর ছুটি দরকার। সেই সময় ও সমুদ্রের ধারে সময় কাটাক, পরিবারকে সঙ্গ দিক। ক্রিকেট নিয়ে ভাবলে চলবে না। এতে ওর মাথা খালি হবে। নতুন করে সব শুরু করতে পারবে।’’

তিন মাস বিশ্রাম নিলে কোহলীর মতো ক্রিকেটারের কোনও ক্ষতি হবে না বলেই মনে করেন ভন। তিনি বলেন, ‘‘ভারতের হয়ে অন্তত ২০ বছর ক্রিকেট খেলবে কোহলী। তার মধ্যে যদি ও তিন মাস ক্রিকেটের বাইরে থাকে তা হলে ওর কোনও ক্ষতি হবে না। উল্টে তাতে লাভ হবে।’’

Advertisement

ক্রিকেটের ঠাসা সূচি নিয়ে বিরক্ত ভন। তাঁর মতে, যাঁরা তিন ফরম্যাটেই খেলেন তাঁদের এতে সব থেকে বেশি সমস্যা হচ্ছে। ভন বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের পরেই তিনটে করে টি-টোয়েন্টি ও এক দিনের ম্যাচ খেলবে ভারত। এতে তিন ফরম্যাটে খেলা ক্রিকেটাররা একটুও বিশ্রাম পাবে না। ম্যানেজমেন্টের উচিত সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো। নইলে ওরা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement