Ishan Kishan

মুম্বইয়ের অনুশীলনে নেমে ক্ষুব্ধ ঈশান, আইপিএলের আগে কী বললেন ‘অবাধ্য’ ক্রিকেটার

দীর্ঘ দিন ধরে ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি। ফলে জাতীয় দলে অনেক দিন সুযোগ পাননি। এ বার আইপিএল খেলতে নামছেন ঈশান কিশন। তার আগেই ক্ষুব্ধ ‘অবাধ্য’ ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ১৬:৩৯
Share:

ঈশান কিশন। —ফাইল চিত্র।

বেশ কয়েক দিন ধরে খবরের শিরোনামে রয়েছেন ঈশান কিশন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি। ফলে জাতীয় দলে অনেক দিন সুযোগ পাননি। এ বার আইপিএল খেলতে নামছেন ঈশান। তার আগেই ক্ষুব্ধ ‘অবাধ্য’ ক্রিকেটার।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে গিয়ে ক্ষুব্ধ ঈশান। সেখানে নাকি যে সমর্থকেরা অনুশীলন দেখতে আসেন, তাঁরা যাওয়ার সময় জলের বোতল যেখানে-সেখানে ফেলে দিয়ে যান। এই ঘটনা ভাল ভাবে নেননি ঈশান। তিনি সমর্থকদের একটি বার্তা দিয়েছেন। সমাজমাধ্যমে ঈশান লেখেন, “সবার জন্য বার্তা। যাঁরা অনুশীলন দেখতে আসেন তাঁরা যাওয়ার সময় যেখানে-সেখানে জলের বোতল ফেলে দেন। দয়া করে মাঠ ও গ্যালারি পরিষ্কার রাখুন। ছোট ছোট বিষয় আপনাদের মনে রাখতে হবে। ছোট ছোট বদল দরকার।”

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে দেশে ফিরে এসেছিলেন ঈশান। তিনি জানিয়েছিলেন, মানসিক চাপের ফলে দেশে ফিরেছেন। বোর্ড প্রথমে কিছু না বললেও বিষয়টি ভাল ভাবে নেয়নি। তার পরের কয়েকটি সিরিজ়েও খেলতে চাননি ঈশান। তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।

Advertisement

বোর্ড স্পষ্ট জানিয়ে দেয়, এর পরে ভারতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ঈশানকে। কিন্তু তার পরেও রঞ্জি খেলেননি ঈশান। বদলে মুম্বইয়ের একটি ঘরোয়া প্রতিযোগিতায় খেলেন তিনি। এ বার আইপিএলে মুম্বইয়ের হয়ে খেলবেন ঈশান। তার আগে প্রস্তুতি শুরু করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement