রাহুল দ্রাবিড়। —ফাইল চিত্র।
বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মুখে শোনা গেল রবিচন্দ্রন অশ্বিনের প্রশংসা। অশ্বিনের ১০০তম টেস্টে তাঁর হাতে স্মারক তুলে দেওয়ার পরেও তাঁর প্রশংসা করেছিলেন অশ্বিন। আরও এক বার মুখ খুললেন দ্রাবিড়।
ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় নিজের ১০০তম টেস্ট খেলেছেন অশ্বিন। টেস্টে ৫০০-র বেশি উইকেট নিয়েছেন তিনি। তাই তাঁকে সংবর্ধনা দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। সেখানে ছিলেন দ্রাবিড়ও। তিনি বলেন, “আশা করছি অশ্বিন এখনই অবসর নিচ্ছে না। স্পিন বোলিংকে আরও উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ও। এখনও অশ্বিন যা পরিশ্রম করে তা অন্যদের দেখে শেখা উচিত। একটা গোটা প্রজন্ম ওকে দেখে শিখবে।”
অশ্বিনের মানসিকতার প্রশংসা করেছেন দ্রাবিড়। তাঁর মতে, দলের হয়ে খেলেন এই স্পিনার। দ্রাবিড় বলেন, “সব সময় দলকে জেতানোর চেষ্টা করে অশ্বিন। কী ভাবে দল সফল হবে সেই চেষ্টা করে। ও কখনও নিজের জন্য খেলে না। যে কোনও পরিস্থিতিতে ওর হাতে বল তুলে দেওয়া যায়। এই ধরনের ক্রিকেটার দলে খুব দরকার। আশা করছি ভারতের হয়ে আগামী দিনেও এই কাজ অশ্বিন করবে।”
অশ্বিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের আরও দুই প্রাক্তন কোচ অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী। ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে বেশি ৬১৯টি উইকেট রয়েছে কুম্বলের। সেই পথেই এগোচ্ছেন অশ্বিন। শাস্ত্রী ও কুম্বলের মুখেও শোনা গিয়েছে অশ্বিনের প্রশংসা।