mark wood

Mark Wood: কনুইয়ে অস্ত্রোপচার মার্ক উডের, আগেই ছিটকে গিয়েছেন আইপিএল থেকে

এ মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময় চোট পান উড। প্রথমে ভাবা হয়েছিল তিনি আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না। পরে জানা যায়, গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২১:৪৪
Share:

আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মার্ক উড ফাইল চিত্র।

ডান হাতের কনুইয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এ বার কনুইয়ে অস্ত্রোপচার হল তাঁর। অস্ত্রোপচারের পরে রিহ্যাবে যেতে হবে উডকে। ফের মাঠে ফিরতে উডের বেশ কয়েক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।

Advertisement

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে উডের। ইসিবি ও ডারহামের রিহ্যাব সেন্টারে থাকতে হবে ক্রিকেটারকে। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে মাঠে ফেরানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছে ইসিবি।

আইপিএলের নিলামে সাড়ে ৭ কোটি টাকায় উডকে কেনে লখনউ সুপার জায়ান্টস। তার পরেই এ মাসের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার সময় চোট পান উড। প্রথমে ভাবা হয়েছিল তিনি আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না। পরে জানা যায়, গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। প্রথমে তাঁর জায়গায় বাংলাদেশের তাসকিন আহমেদকে নেওয়ার চেষ্টা করেছিল লখনউ। কিন্তু তিনি বোর্ডের ছাড়পত্র পাননি। পরে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তিনি নেট বোলার হিসেবে যোগ দিয়েছেন।

Advertisement

অবশেষে উডের পরিবর্তে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাইকে নিয়েছে লখনউ। খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। দলে বিদেশি কম থাকায় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিন জন বিদেশি নিয়ে খেলতে নামে লখনউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement