Mohammed Shami

IPL 2022: নতুন দলে দুরন্ত শুরু শামির, বাংলার পেসারের বলে কোমর ভাঙল ‘বাংলার’ আর এক দলের

ম্যাচের প্রথম বলটাই ছিল স্বপ্নের মতো। গুড লেংথে পড়ে শেষ মুহূর্তে বাইরের দিকে সুইং করল বল। সামনের পায়ে খেলার চেষ্টা করেন রাহুল। ব্যাটের কোনায় লেগে বল যায় উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএস-এর পরে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২০:১৫
Share:

দুরন্ত শামি ছবি: টুইটার।

গুজরাত টাইটান্স তাঁকে কেনার পরে ভিডিয়ো বার্তায় জানিয়েছিলেন, নতুন দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। প্রথম ম্যাচেই কথা রাখলেন মহম্মদ শামি। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত বল করলেন বাংলার পেসার। তাঁর বলে কোমর ভাঙল ‘বাংলার’ আর এক দলের। বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ। সেই দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন শামি। প্রথম স্পেলে লোকেশ রাহুল, কুইন্টন ডিকক ও মনীশ পাণ্ডেকে সাজঘরে ফেরালেন তিনি।

Advertisement

ম্যাচের প্রথম বলটাই ছিল স্বপ্নের মতো। গুড লেংথে পড়ে শেষ মুহূর্তে বাইরের দিকে সুইং করল বল। সামনের পায়ে খেলার চেষ্টা করেন রাহুল। ব্যাটের কোনায় লেগে বল যায় উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএস-এর পরে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন তিনি।

দ্বিতীয় ওভারে শামির শিকার হন ডিকক। শামির বল উইকেটে পড়ে ভিতরের দিকে ঢুকল। ডিককের ব্যাট ও প্যা়ডের ফাঁক দিয়ে লাগল উইকেটে। আউট হওয়ার পরে ডিককের মুখ দেখে মনে হচ্ছিল তিনি ধরতেই পারেননি বল অতটা ভিতরে ঢুকবে।

Advertisement

শামির ছন্দ দেখে তাঁকে পর পর তিন ওভার করিয়ে দেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তাঁর সেই সিদ্ধান্তের ফল মেলে। মনীশ পাণ্ডের ক্ষেত্রে ডিককের আউটের রিপ্লে দেখা গেল। যদিও ডিকক বাঁ হাতি ও মনীশ ডান হাতি ব্যাটার। গুড লেংথে পড়ে একই ভাবে ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বল গিয়ে উইকেটে লাগল। সাজঘরে ফিরে গেলেন তিনি।

আইপিএলে গত তিন মরসুমে পঞ্জাব কিংসের হয়ে ভাল বল করেছেন শামি। ২০১৯ সালে ১৯, ২০২০ সালে ২০ ও ২০২১ সালে ১৯টি উইকেট নিয়েছেন। এ বার নিলামে তাঁকে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনেছে গুজরাত। দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব শামির কাঁধে। সেই কাজ আইপিএলের প্রথম ম্যাচেই শুরু করে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement