কার বার্তায় প্রতীক্ষায় দীপিকা পাড়ুকোন? ছবি: ফেসবুক।
সারা বছর কথা হোক না হোক, জন্মদিনে কিন্তু একে অপরকে শুভেচ্ছা জানাতে ভোলেন না। গত চার বছর ধরে এটাই হয়ে আসছে। প্রথম শুরু করেন দীপিকা পাড়ুকোন। তিনি প্রথম শুভেচ্ছা জানান তাঁর ‘কল্কি’ নায়ক প্রভাসকে। সেই বছর দীপিকার জন্মদিন উদ্যাপিত হয়ে গিয়েছে। পরের বছর থেকে নায়কের আর ভুল হয়নি। ২০২১ থেকে তিনি ৫ জানুয়ারি নিয়ম করে বার্তা পাঠাচ্ছেন।
এ বছরেও তার ব্যতিক্রম হয়নি। প্রভাস নির্দিষ্ট সময়ে সমাজমাধ্যমে তাঁর অন্যতম পছন্দের নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন। দীপিকার সুন্দর ছবি দিয়ে তাঁর বার্তা, “আমার চোখে সর্বকালের সেরা নায়িকা তুমি। তোমার ঝুলিতে পৃথিবীর সমস্ত খুশি, সাফল্য উপচে পড়ুক। খুশিতে ভরে থাকো প্রতি মুহূর্তে।” বার্তা শেষ হয়েছে জন্মদিনের টুপি আর তারার ইমোজি দিয়ে। প্রভাসের সেই বার্তায় অনুরাগীদের মন্তব্যের বন্যা।
এ বছর দীপিকার জন্মদিন আরও বিশেষ। এ বছর তাঁর জন্মদিনের সঙ্গী পাঁচ মাসের মেয়ে দুয়া। দুই থেকে তিন হওয়ার এই বছরে রণবীর সিংহ তাঁর ‘রানি’কে কী দিলেন? কী ভাবেই বা বিশেষ করে তুলেছেন দীপিকার জন্মদিন? আপাতত সবটাই আড়ালে। অনুরাগীদের আশা, নির্দিষ্ট সময়ে মেয়ে আর স্ত্রীর বিশেষ মুহূর্ত ভাগ করে নেবেন পর্দার ‘বাজিরাও’।