বিরাট কোহলি। — ফাইল চিত্র।
গত বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে বিরাট কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল লখনউয়ের পেসার নবীন উল হকের। সেই ঘটনায় জড়িয়ে পড়েছিলেন ভারতের এখনকার কোচ গৌতম গম্ভীরও। এত দিন পর লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা জানালেন, কোহলির মতো ক্রিকেটারের সঙ্গে ঝামেলার পরেও নবীনের উপর কোনও রাগ হয়নি তাঁর। উল্টে গম্ভীরের মতোই পাশে দাঁড়িয়েছিলেন আফগানিস্তানের পেসারের।
ওই ম্যাচের পর নবীন, কোহলি এবং গম্ভীর— তিন জনকেই জরিমানা করেছিল বিসিসিআই। গোয়েন্কা বলেছেন, “ওই ঘটনা হয়েছিল ম্যাচের মাঝে। তাই ঠিক না ভুল, সেটা আমি বলব না। বিচার করা আমাদের কাজ নয়। আমি শুধু নবীনকে বলেছিলাম, ওর যদি কোনও সময়ে নিজেকে অসুরক্ষিত মনে হয় তা হলে আমরা ওর পাশে আছি।”
গোয়েন্কা জানিয়েছেন, তাঁর ওই কথাগুলোই অনুপ্রাণিত করেছিল আফগানিস্তানের পেসারকে। পরের ম্যাচগুলোয় ভাল খেলে তিনি সেটা বুঝিয়ে দিয়েছিলেন। গোয়েন্কার কথায়, “আমি ওকে আরও রাগিয়ে দিতে চাইনি। ওর জায়গায় থাকলে আমিও পাল্টা জবাব দিতাম। নবীনও তখন বুঝে গিয়েছিল যে ওকে এমন বল করতে হবে যাতে কোহলির দলের সব উইকেট নিতে পারে।”
যদিও নবীন-কোহলির সেই সংঘাত দীর্ঘস্থায়ী হয়নি। ওই ঘটনার কয়েক মাসে এক দিনের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান। সেখানেই কোহলিকে জড়িয়ে ধরেছিলেন তিনি। এমনকি নবীন বল করতে আসার সময় যখন সমর্থকেরা ‘কোহলি, কোহলি’ চিৎকার তুলেছিলেন, তখন বিরাট নিজেই সমর্থকদের কাছে গিয়ে তাঁদের সংযত আচরণ করতে বলেছিলেন।