দারুণ খেলছেন উইলিয়ামসন। ছবি রয়টার্স
৮ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিল নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪০ এবং কনওয়ে ৩৬ রানে অপরাজিত থাকলেন।
ক্রিজে কনওয়ে (২৬) এবং উইলিয়ামসন (২৯)। ক্রমশ কমছে ভারতের বিশ্বকাপে টিকে থাকার আশা।
ক্রিজে উইলিয়ামসন (২০) এবং কনওয়ে (৪)। জিততে ৪৮ বলে ৫৫ চাই।
ক্রিজে উইলিয়ামসন (১৩) এবং কনওয়ে (২)। জিততে ৬০ বলে ৬৪ রান দরকার কিউয়িদের।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
রশিদের বলে বোল্ড গাপ্টিল। ২৩ বলে ২৮ রানে ফিরলেন তিনি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ক্রিজে গাপ্টিল (২৭) এবং উইলিয়ামসন (৯)। জিততে গেলে ৭২ বলে ৭১ রান চাই তাদের।
ক্রিজে রয়েছেন গাপ্টিল (২৪) এবং উইলিয়ামসন (৪)।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
নিউজিল্যান্ডের প্রথম রক্তক্ষরণ মুজিবের হাতেই। ১৭ রানে ফিরলেন মিচেল।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
ভাল শুরু করলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার গাপ্টিল (৯) এবং মিচেল (১৭)।
কেন উইলিয়ামসন দুরন্ত ক্যাচে ফেরালেন রশিদকে। ৩ রানে ফিরলেন রশিদ। আফগানিস্তানের স্কোর থামল ১২৪-৮-এ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
অর্ধশতরান করে একাই টানছিলেন দলকে। ৪৮ বলে ৭৩ করে ফিরলেন নাজিবুল্লাহ।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
মারতে গিয়ে ফিরলেন আফগান অধিনায়ক। সাউদির বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
চাপের মুখে লড়াকু অর্ধশতরান করলেন নাজিবুল্লাহ। ৩৩ বলে ৫০ হল তাঁর।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
উইকেটে নাজিবুল্লাহ ২৭ রানে রয়েছেন। নামলেন মহম্মদ নবি।
গ্রাফিক: শৌভিক দেবনাথ