India vs Zimbabwe

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জ়িম্বাবোয়েকে যে ভাবে ১০ উইকেটে হারাল ভারত

প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারত। তবে পর পর দু’ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন শুভমনেরা। শনিবার জিততে পারলে সিরিজ় জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:০৬
Share:

যশস্বী জয়সওয়াল। ছবি: এক্স (টুইটার)।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:৫৮ key status

১০ ওভারে ভারত ১০৬/০

ব্যাট করছেন যশস্বী (৬৫) এবং শুভমন (৩৭)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:৫০ key status

৮ ওভারে ভারত ৭৩/০

ব্যাট করছেন যশস্বী (৫৭) এবং শুভমন (১৫)।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:৩৮ key status

৫ ওভারে ভারত ৫৬ /০

ব্যাট করছেন যশস্বী (৪২) এবং শুভমন (১৩)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:২৯ key status

৩ ওভারে ভারত ৪৩/০

ব্যাট করছেন যশস্বী (৩১) এবং শুভমন (১১)। 

Advertising
Advertising
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:২১ key status

১ ওভারে ভারত ১৫/০

ব্যাট করছেন যশস্বী (১৪) এবং শুভমন (শূন্য)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:০৫ key status

আউট মাডান্ডে

ইনিংসের শেষ বলে আউট মাডান্ডে (৭)। উইকেট পেলেন খলিল। ২০ ওভারে জ়িম্বাবোয়ে ১৫২/৭।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৮:০০ key status

আউট মেয়ার্স

মেয়ার্সকে (১২) আউট করলেন খলিল। জ়িম্বাবোয়ে ১৯.১ ওভারে ১৪৭/৬।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:৫৭ key status

আউট রাজা

রাজাকে (৪৬) আউট করলেন তুষার। প্রথম আন্তর্জাতিক উইকেট তাঁর। জ়িম্বাবোয়ে ১৮.৩ ওভারে ১৪১/৫।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:৪৮ key status

১৭ ওভারে জ়িম্বাবোয়ে ১২৯/৪

ব্যাট করছেন রাজা (৪২) এবং মেয়ার্স (৯)। 

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:৩৭ key status

আউট ক্যামবেল

ক্যামবেলকে (৩) রান আউট করলেন বিষ্ণোই। ১৫ ওভারে জ়িম্বাবোয়ে ৯৮/৪।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:৩১ key status

আউট বেনেট

বেনেটকে (৯) আউট করলেন ওয়াশিংটন। জ়িম্বাবোয়ে ১৩.৪ ওভারে ৯২/৩।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:৩০ key status

রাজার ২০০০

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন জ়িম্বাবোয়ের অধিনায়ক রাজা।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:২৫ key status

১২ ওভারে জ়িম্বাবোয়ে ৭৯/২

ব্যাট করছেন রাজা (৯) এবং বেনেট (৬)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:১৮ key status

আউট মাধেভেরা

মাধেভেরাকে (২৫) আউট করলেন শিবম। ১০ ওভারে জ়িম্বাবোয়ে ৬৭/২।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:১৩ key status

আউট মারুমানি

মারুমানিকে (৩২) আউট করলেন অভিষেক। জ়িম্বাবোয়ে ৬৩/১।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৭:০৪ key status

৭ ওভারে জ়িম্বাবোয়ে ৪৮/০

ব্যাট করছেন মারুমানি (১৯) এবং মাধেভেরা (২২)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:৫৬ key status

৫ ওভারে জ়িম্বাবোয়ে ৩৯/০

ব্যাট করছেন মারুমানি (১৫) এবং মাধেভেরা (১৭)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:৩৫ key status

১ ওভারে জ়িম্বাবোয়ে ৪/০

ব্যাট করছেন মারুমানি (শূন্য) এবং মাধেভেরা (৪)।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:০৫ key status

তুষারের অভিষেক

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হচ্ছে ভারতের তুষার দেশপাণ্ডের।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৬:০৪ key status

টস জিতলেন শুভমন

প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement