শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২২:৩৪
২ উইকেটে জয় ভারতের
১৯.২ ওভারে ভারত ১৬৬/৮। তিলক ৭২ এবং বিশ্নোই ৯ রানে অপরাজিত থাকলেন।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২২:১৬
আউট অর্শদীপ
অর্শদীপকে (৬) আউট করলেন রশিদ। ভারত ১৪৬/৮।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২২:০৬
আউট অক্ষর
অক্ষরকে (২) আউট করলেন লিভিংস্টোন। ভারত ১২৬/৭।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২২:০১
১৪ ওভারে ভারত ১১৯/৬
ব্যাট করছেন তিলক (৪১) এবং অক্ষর (১)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৯
আউট ওয়াশিংটন
ওয়াশিংটনকে (২৬) বোল্ড করলেন কার্স। ভারত ১১৬/৬।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৮
১২ ওভারে ভারত ৯৫/৫
ব্যাট করছেন তিলক (৩৬) এবং ওয়াশিংটন (১০)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৪০
১০ ওভারে ভারত ৭৯/৫
ব্যাট করছেন তিলক (৩৪) এবং ওয়াশিংটন (১)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৩৪
আউট হার্দিক
হার্দিককে (৭) আউট করলেন ওভারটন। ভারত ৭৮/৫।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:২৭
আউট জুরেল
জুরেলকে (৪) আউট করলেন কার্স। ভারত ৬৬/৪।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:২১
৬ ওভারে ভারত ৫৯/৩
ব্যাট করছেন তিলক (২৬) এবং জুরেল (১)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:২০
আউট সূর্যকুমার
সূর্যকুমারকে (১২) আউট করলেন কার্স। ভারত ৫৮/৩।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:০৯
৪ ওভারে ভারত ৩৪/২
ব্যাট করছেন তিলক (২) এবং সূর্যকুমার (১২)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২১:০১
আউট সঞ্জু
সঞ্জুকে (৫) আউট করলেন আর্চার। ভারত ১৯/২।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:৫৮
২ ওভারে ভারত ১৭/১
ব্যাট করছেন সঞ্জু (৩) এবং তিলক (১)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:৫৫
আউট অভিষেক
অভিষেককে (১২) আউট করলেন উড। ভারত ১৫/১।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:৫০
ভারতের ইনিংস শুরু
ব্যাট করতে নেমেছেন অভিষেক এবং সঞ্জু।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:৩৩
২০ ওভারে ইংল্যান্ড ১৬৫/৯
আর্চার ১২ এবং উড ৫ রান করে অপরাজিত থাকলেন। ২টি করে উইকেট অক্ষর এবং বরুণের।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:২৬
আউট রশিদ
রশিদকে (১০) আউট করলেন হার্দিক। ১৯ ওভারে ইংল্যান্ড ১৫৭/৯।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:২০
১৮ ওভারে ইংল্যান্ড ১৫৩/৮
ব্যাট করছেন আর্চার (৭) এবং রশিদ (৮)।
শেষ আপডেট:
২৫ জানুয়ারি ২০২৫ ২০:১৩
আউট কার্স
আর্চারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হলেন কার্স (৩১)। ইংল্যান্ড ১৩৭/৮।