লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
চতুর্থ দিনে প্রথম বার বৃষ্টির কারণে বন্ধ হল খেলা। সারা দিনে এমন আরও কয়েক বার হলেও অবাক হওয়ার থাকবে না। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৬৮ রান করে অপরাজিত রাহুল। তাঁর সঙ্গে ক্রিজ়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা (৬ রানে অপরাজিত)।
ভারতের ব্যাটিংয়ে একমাত্র ইতিবাচক দিক লোকেশ রাহুল। দিনের প্রথম বলে তাঁর ক্যাচ ফেলেছিলেন স্টিভ স্মিথ। আর কোনও সুযোগ এখনও পর্যন্ত দেননি ভারতীয় ব্যাটার। অর্ধশতরান করেছেন। তাঁর ব্যাটেই কিছুটা রান পেয়েছে ভারত।
অধিনায়কের বলে আউট অধিনায়ক। ব্রিসবেনে চতুর্থ দিনের সকালে রোহিত ১০ রান করে সাজঘরে ফিরলেন। কামিন্সের করা অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিলেন তিনি। ক্যাচ উইকেটরক্ষকের হাতে।
চতুর্থ দিনে বড় রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নেমেছেন লোকেশ রাহুল (৪১) এবং রোহিত শর্মা (১)। তাঁদের কাঁধে বড় দায়িত্ব। ক্রিজ়ে টিকে থাকার লড়াই চলবে তাঁদের। ভারত ৬১ রানে ৪ উইকেট হারিয়ে যথেষ্ট চাপে। ম্যাচে ফিরতে রোহিতদের ব্যাটে বড় রান চাই।
প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু বল ধরতে পারেননি স্টিভ স্মিথ। বেঁচে গেলেন রাহুল।
অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে চাপে পড়ে যায় ভারত। সোমবার খুব বেশি খেলা হয়নি। বৃষ্টির কারণে বার বার খেলা বন্ধ হয়। তার মাঝে যেটুকু খেলা হয়েছে, তাতে ভারত ৪ উইকেট হারায়। যশস্বী জয়সওয়াল (৪) ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শুভমন গিল (১), বিরাট কোহলি (৩) এবং ঋষভ পন্থ (৯) রান করতে পারেননি। ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। চতুর্থ দিনে ভারতের লক্ষ্য চাপ কাটিয়ে বড় রান করা।
ব্রিসবেন টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে ১৩.২ ওভারের বেশি খেলা হয়নি। তবে দ্বিতীয় দিনে ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ এবং ট্রেভিস হেড মিলে সেই সুযোগ কাজে লাগিয়ে ২৪১ রানের জুটি গড়েন। স্মিথ ১০১ রান করেন। হেড করেন ১৫২ রান। রান পেয়েছেন অ্যালেক্স ক্যারেও। তিনি ৭০ রান করেন। ৪৪৫ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে ৬ উইকেট নেন যশপ্রীত বুমরা।