২ উইকেটে প্রথম টেস্ট জিতে গেল অস্ট্রেলিয়া। —ফাইল চিত্র।
ব্যাট করছেন কামিন্স (২৮) এবং লায়ন (৩)। অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ৩০ রান। ইংল্যান্ডের চাই ২ উইকেট।
ক্যারিকে (২০) আউট করলেন রুট। দ্বিতীয় নতুন বল না নিয়ে রুটকে দিয়েই বল করালেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। তাঁর পরিকল্পনা কাজে লেগে গেল। অস্ট্রেলিয়া ২২৭/৮। জয়ের জন্য কামিন্সদের চাই ৫৪ রান। ইংল্যান্ডের দরকার ২ উইকেট।
২২ গজে রয়েছেন ক্যারি (১৯) এবং কামিন্স (৫)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৫৬ রান। ইংল্যান্ডের চাই ৩ উইকেট।
খোয়াজাকে (৬৫) আউট করলেন স্টোকস। অস্ট্রেলিয়া ২০৯/৭। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭২ রান। ইংল্যান্ডের চাই ৩ উইকেট।
উইকেটে রয়েছেন খোয়াজা (৬৫) এবং ক্যারি (৮)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ৭৪ রান। ইংল্যান্ডের দরকার ৪ উইকেট।
গ্রিনকে (২৮) আউট করলেন রবিনসন। অস্ট্রেলিয়া ১৯২/৬। জয়ের জন্য কামিন্সদের দরকার ৮৯ রান। ইংল্যান্ডে চাই ৪ উইকেট।
অস্ট্রেলিয়া ১৮৩/৫। উইকেটে রয়েছেন খোয়াজা (৫৬) এবং গ্রিন (২২)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৯৮ রান। ইংল্যান্ডের চাই ৫ উইকেট।
১৬ রান করে মইন আলির বলে আউট হয়ে গেলেন হেড। পঞ্চম উইকেট হারাল অস্ট্রেলিয়া।
বোল্যান্ডকে (২০) আউট করলেন ব্রড। অস্ট্রেলিয়া ১২১/৪। জয়ের জন্য দরকার ১৬০ রান। ইংল্যান্ডের প্রয়োজন ৬ উইকেট।
ব্যাট করছেন খোয়াজা (৩৬) এবং বোল্যান্ড (১৭)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৬৯ রান। ইংল্যান্ডে প্রয়োজন ৭ উইকেট।
সর্বোচ্চ ৬৭ ওভার খেলা হওয়ার সম্ভাবনা। ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিট পর্যন্ত হতে পারে খেলা। বার্মিংহামের আকাশ অবশ্য এখনও মেঘলা।
ভারতীয় সময় সন্ধে ৬.৪৫ মিনিটে শুরু হবে পঞ্চম দিনের খেলা।
ভারতীয় সময় বিকাল ৫.৫০ মিনিটে মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা। মাঠ শুকনো করার কাজ করছেন মাঠকর্মীরা।