কেএল রাহুল। ছবি: এএফপি
চোট সারিয়ে সবে মাত্র দলে ফিরেছেন। প্রথম ম্যাচেই দারুণ ফর্মে পাওয়া গেল কেএল রাহুলকে। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলে শতরান করলেন তিনি। দলে ফেরা কঠিন হয়ে গেল শ্রেয়স আয়ারের। তাঁর জায়গাতেই এই ম্যাচে খেলছেন কেএল রাহুল।
ফিটনেস সমস্যার জন্য এশিয়া কাপের শুরুতে ভারতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি রাহুল। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর প্রথমে খেলার কথা ছিল না। রবিবার টসের আগে শ্রেয়সের পিঠে ব্যথা হওয়ায় প্রথম একাদশে সুযোগ পান রাহুল। সেই সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের সংশয় দূর করলেন উইকেটরক্ষক-ব্যাটার। বাবর আজ়মদের বিরুদ্ধে রাহুলের সাবলীল ব্যাটিং স্বস্তি দেবে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের। তাঁর ব্য়াট থেকে এল ১০টি চার এবং ২টি ছক্কা। ১০০ বলে ১০০ রান পূর্ণ করলেন
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)